আপনি কি নেটবুক ব্যবহার করেন অথবা আপনার CD ROM কি নষ্ট হয়ে গেছে ? যার ফলে অপারেটিং সিস্টেম (Windows XP/ 7 / Windows vista) ইন্সটল করতে অসুবিধা হচ্ছে ? তাহলে আসুন এই ঝামেলা থেকে মুক্ত হতে এক্সটারনাল CD ROM ব্যবহার ছাড়া বিকল্প পদ্ধতি সম্পর্কে জানি । আমরা বিকল্প পদ্ধতি হিসেবে পেন ড্রাইভ ব্যবহার করব । ।ওকে তাহলে চলুন শুরু করি পেন ড্রাইভ এর মাধ্যমে অপারেটিং সিস্টেম ইন্সটল ।।
প্রথম প্রদ্ধতিঃ
প্রয়োজনীয় টুলস এবং সফট সামগ্রীঃ
১. ৪ জিবি অথবা তার বেশী জায়গা ফাঁকা আছে এমন ১ টি পেন ড্রাইভ ।
২. অপারেটিং সিস্টেম (Windows XP/ 7 / Windows vista) এর CD/DVD যেটা আপনি
ইন্সটল করতে চান ।
৩. ২৫ মেগাবাইট এর একটি সফটওয়্যার যেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
এবার আপনাকে যা যা করতে হবেঃ
১. প্রথমে আপনাকে CD/DVD ROM আছে এমন একটি PC ব্যবহার করতে হবে ।
১. এখন ডাউনলোড কৃত ZIP FILE এর সফটওয়্যার টি UNZIP করুন । ।
২. এবার সফটওয়্যার টি RUN করুন তাহলে নিচের চিত্রের মত একটি Dialoge Box দেখতে পাবেন ।
৩. এখানে Advanced mode সিলেক্ট করে দিন ।
৪. এবার Task অপশন থেকে যদি windows XP ইন্সটল করতে চান তাহলে, Transfer Windows XP setup to USB drive সিলেক্ট করুন আর যদি Windows 7 কিংবা windows vista ইন্সটল করতে চান তাহলে Transfer Windows vista/2008/7/8 setup to USB drive সিলেক্ট করুন ।
৫. তারপর RUN এ ক্লিক করার পর নতুন একটি Dialogue Box আসবে ।
৬. এখানে Windows source path এর ঘরে আপনার CD/DVD ড্রাইভ এবং USB Drive এর ঘরে আপনার পেন ড্রাইভটি দেখিয়ে দিন ।
৭. এখানে আবার RUN এ ক্লিক করুন তার পর I Accepted the terms of the license agreement এ অবশ্যই ক্লিক করুন এবং Continue এ ক্লিক করুন ।
৮. সব শেষে একটি warning উইন্ডো খুলবে এখানে ok করুন এবার Copy শেষে finished আসলে ok করুন।
ব্যস……।।
এবার পেন ড্রাইভ টি খুলে যে পিসি/ নেট বুক এ অপারেটিং সিস্টেম (Windows XP/ 7 / Windows vista) ইন্সটল করতে চান সেই পিসি/ নেট বুক এ লাগিয়ে BOOT MENU তে USB drive select করে দিন ।
২য় প্রদ্ধতিঃ
প্রথমে আপনার পেনড্রাইভটা কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজের স্টার্ট মেনু
থেকে রান কমান্ডে গিয়ে cmd লিখে ওকে করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART ।
তাহলে নতুন আরেকটা উইন্ডো খুলবে। সেখানে LIST DISK লিখে এনটার করুন। এবার
প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর একে একে লিখুন
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
| CLEAN CREATE PARTITION PRIMARY SELECT PARTITION 1 ACTIVE FORMAT FS=NTFS ASSIGN EXIT |
এবার উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইভ -এ
ঢোকেন । ধরে নিই আপনার ডিভিডি রম ড্রাইভ ও পেনড্রাইভের ড্রাইভ লেটার হল
যথাক্রমে P ও Q।
কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে P: CD BOOT Ges CD BOOT লিখুন।
এবার BOOTSECT.exe /NT60 Q: লিখে এনটার করুন। এবার ডিভিডির সব ফাইল পেনড্রাইভে কপি করে নিন, এতে আপনার পেনড্রাইভ
বুটেবল হয়ে যাবে এবং এটা দিয়েই আপনি সরাসরি অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন।
বিঃদ্রঃ এই পদ্ধতি XP র জন্য নয়। শুধু 7, 8 & vista র জন্য।