ওয়েবসাইট দেখার গতি বাড়ান চোখের পলকে



আমরা কম বেশি সবাই ইন্টারনেট ব্যাবহার করি। কেউ দুরন্ত গতিতে ব্রাউজ করি আর কেউ কচ্চপ গতিতে দৌডাতে চায়। যাই হোক এ সম্পর্কে টেলিটকই ভালো বলতে পারবে।  কিন্তু ভালো খবর হলো আমরা মোজিলা ফায়ারফক্স এর বডিতে আগুন ধরিয়ে   ওয়েবসাইট দেখার গতি  বাডিয়ে নিতে পারি। মজিলা ফায়ারফক্সে বড় কোনো ওয়েবপেজ দেখতে চাইলে সেটি খুলতে অনেক ক্ষেত্রে একটু বেশি সময় নেয়। এর কারণ হলো, যদি আপনার কাঙ্ক্ষিত পেজটিতে বেশিসংখ্যক ছবি থাকে, তা হলে তা একে একে ছবিগুলো লোড হয়। আর এ কারণেই বেশি সময় লাগে পুরো ওয়েবপেজ খুলতে এখন আপনি চাইলে এমন ব্যবস্থা করে দিতে পারেন যে ফায়ারফক্স যখন কোনো পেজ লোড করবে, তখন একই সঙ্গে একাধিক ইমেজ লোড করা শুরু করবে ওই পেজ থেকে, তাহলে সময় কম লাগবে পুরো পেজ আসতে। এ জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে ফায়ারফক্স খুলে এড্রেসবারে গিয়ে about:config লিখে এন্টার করতে হবে। তা হলে একটা সতর্কতামূলক বার্তা আসবে। ওই বার্তাতে I’ll be careful, I promise! লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে নতুন পেজ আসবে। নতুন আসা পেজের সার্চ বক্সে pipe lining লিখে সার্চ দিলে সংক্ষিপ্ত একটা তালিকা আসবে
 সেই তালিকা থেকে network.http.pipelining-এ দুই ক্লিক করে পাশের false মানকে true করে দিতে হবে। একইভাবে পরের লাইনের network.http.proxy.pipelining-এর পাশের মানটিকেও true করে দিতে হবে। এবারে network.http.pipelining.maxrequests-এর পাশের মান অবশ্যই ৩০-এর ওপরে করে পরিবর্তন করে দিতে হবে। এবার উইন্ডোর ফাঁকা অংশে গিয়ে ডান মাউস বাটন ক্লিক করে New থেকে Integer নির্বাচন করে দিলে নতুন একটি বক্স আসবে। সেখানে nglayout.initialpaint.delay লিখে এন্টার করলে আরেকটি বক্স আসবে। এই বক্সে 0 লিখে ওকে করে বেরিয়ে আসুন
এবার পিসি রিস্টার্ট করে চালু করুন, নেট সংযোগ চালু করে কাজের প্রসেসটি পরীক্ষা করুন। দেখুন অনেকাংশে গতি বৃদ্ধি পেয়েছে। এখানে মজিলার প্রতিটি ভার্সনে উক্ত কাজটি করা যাবে। তবে ফাংশন কম-বেশী থাকতে পারে।


 আরেকটা কথা
আপনি জানেন কি আপনার ইন্টারনেট এর Bandwidth এর অর্ধেক এর বেশি খরচ হয় ওয়েব সাইটের বিভিন্ন অ্যাড দেখে। আর এসব অ্যাড লোড হতেও অনেকটা সময় নেয় যার ফলে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটি দেখতে অনেক বেশি সময় খরচ করতে হয়। আবার অনেক ওয়েবসাইট এ পপ আপ অ্যাড এমন বেরক্ত করে যে মেজাজ খারাপ হয়ে যায়। এসব অ্যাড গুল যদি বন্ধ করে দেয়া যায় তাহলে আমরা যারা লিমিটেড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করি তারা তাদের মূল্যবান Bandwidth বাঁচাতে পারব। এবং দ্রুততার সাথে সাইটও খুলতে পারবো।
উদাহরন সরূপ আমরা আমাদের বহু  প্রিয় সাইট http://www.mediafire.com কথা ধরি কোন কিছু ডাউনলোড করতে গেলে কম করে হলেও আপনাকে ৪টা অ্যাড আর ২টা পপ আপ অ্যাড দেখতে হবে, যা খুব বিরক্তিকর।
undefined
                         প্লাগইন টি ব্যাবহারের পর mediafire এর রুপ।
হ্যাঁ আমি ফায়ারফক্স এর এমন একটি প্লাগিন এর কথা বলছি যেটি আপনাকে এই ধরনের অ্যাড কে ব্লক করতে সাহায্য করবে।  বেক্তিগত ভাবে এই প্লাগইন টি আমার খুব প্রিয়। আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই।
প্লাগইন টি ডাউনলোড করার লিঙ্কটি এখানেঃ
https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus/
Previous Post
Next Post

post written by: