ফেসবুকে বিরক্তকর ট্যাগ করা নিয়ে যন্ত্রনায় আছেন? সমাধান নিন এখুনি

ফেসবুকের সব ভালো কিন্তু ট্যাগ নিয়ে প্রচন্দ যন্ত্রনায় আছে বেশ কিছু মানুষ তাদের মাঝে আমিও ছিলাম একটি সময়। আজ আমি নতুনদের দেখাব কিভাবে আপনার ফেসবুকে ট্যাগ করার অপশন টি বন্ধ করতে পারবেন। মানে হচ্ছে একু আপনাকে ট্যাগ করতে পারবে না এখন আর অকারনে এই বিরক্তকর ট্যাগ অপশন টি থেকে সমাধান নিয়ে নিন এই মুহূর্ত থেকে যন্ত্রনা থেকে রেহাই পেয়ে যাবেন। নিচে দেখুন টিউটোরিয়াল টি।

১। ফেসবুকে লইন করে Privacy settings. এ প্রবেশ করুন চিত্র দেখে নিন।
Facebook recognition turn off privacy Settings ফেসবুকে বিরক্তকর ট্যাগ করা নিয়ে যন্ত্রনায় আছেন? সমাধান নিন এখুনি
২। এবার Timeline and Tagging অপশন এ প্রবেশ করুন।
Facebook recognition turn off timeline and tagging ফেসবুকে বিরক্তকর ট্যাগ করা নিয়ে যন্ত্রনায় আছেন? সমাধান নিন এখুনি
৩। এবার  Timeline and Tagging থেকে খুজে নিন এই লিখাটি Who sees tag suggestions when photos that look like you are uploaded?
৫ এখন Edit, ক্লিক করে  No One. দিয়ে দিন এটি আউট সেভ হয়ে যাবে এবং এখন আর আপনাকে কেউ তাগ করতে পারবে না।
Facebook recognition turn off Edit No Onepng 500x283 ফেসবুকে বিরক্তকর ট্যাগ করা নিয়ে যন্ত্রনায় আছেন? সমাধান নিন এখুনি
Previous Post
Next Post

post written by: