এখনও সাধারণ ব্যবহারকারীদের জন্য বাজারে আসেনি ‘গুগল গ্লাস’৷ কিন্তু এরই
মধ্যে নানা আলোচনা, সমালোচনার জন্ম দিয়েছে এবং দিয়ে যাচ্ছে গুগলের এই
বিস্ময়কর চশমা৷ এসব বিতর্কে সবশেষ সংযোজন ‘টিটস্ অ্যান্ড গ্লাস’ অর্থাৎ নারীবক্ষ এবং চশমা! এটি একটি পর্নো অ্যাপ৷ ক্যালিফোর্নিয়া ভিত্তিক বিশ্বের সবচেয়ে বেশি পর্নো অ্যাপ তৈরির প্রতিষ্ঠান মিকান্দি এটা ডেভেলপ করেছে, যা দিয়ে গুগল গ্লাস
পরিহিতরা পর্নো ভিডিও দেখতে পারবেন৷ চাইলে নিজেদের ব্যক্তিগত যৌনকর্মগুলো
অন্যদের দেখানোর জন্য রেকর্ড করে অ্যাপে পাঠিয়েও দিতে পারবেন৷
তবে এরই মধ্যে বাধা এসেছে গুগলের পক্ষ থেকে৷ কারণ ডেভেলপারদের জন্য
গুগলের তৈরি করা নীতিমালায় বলা হয়েছে যে, অশ্লীলতা বা নগ্নতা প্রসারে
ভূমিকা রাখবে এমন কোনো কিছু তৈরি করা যাবে না৷এরপরও অবশ্য মিকান্দিকে
থামানো যাচ্ছে না৷ তারা বলেছে গুগলের নীতিমালা মেনে তারা তাদের অ্যাপ-এ
পরিবর্তন আনবে৷
ক্যাসিনোতে নিষিদ্ধ
লাস ভেগাস, ওহিও সহ অন্যান্য রাজ্যের পর এবার আটলান্টার কয়েকটি ক্যাসিনোতে জুয়াড়িদের গুগল গ্লাস পরে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে৷ বিশেষ এই চশমা পরে জুয়াড়িরা প্রতারণার সুযোগ নিতে পারে – এই আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
গুগল গ্লাস আপাতত ডেভেলপার সহ নির্দিষ্ট কিছুসংখ্যক ব্যক্তিকে ব্যবহার করতে দেয়া হয়েছে৷ তাদের কাছ থেকে পাওয়া পরামর্শের ভিত্তিতে ‘কিছুদিন’-এর মধ্যে সাধারণ ব্যবহারকারীদের জন্য সেটা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ৷
ক্যাসিনোতে নিষিদ্ধ
লাস ভেগাস, ওহিও সহ অন্যান্য রাজ্যের পর এবার আটলান্টার কয়েকটি ক্যাসিনোতে জুয়াড়িদের গুগল গ্লাস পরে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে৷ বিশেষ এই চশমা পরে জুয়াড়িরা প্রতারণার সুযোগ নিতে পারে – এই আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
গুগল গ্লাস আপাতত ডেভেলপার সহ নির্দিষ্ট কিছুসংখ্যক ব্যক্তিকে ব্যবহার করতে দেয়া হয়েছে৷ তাদের কাছ থেকে পাওয়া পরামর্শের ভিত্তিতে ‘কিছুদিন’-এর মধ্যে সাধারণ ব্যবহারকারীদের জন্য সেটা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ৷