অশ্লীলতার পথে প্রযুক্তি

এখনও সাধারণ ব্যবহারকারীদের জন্য বাজারে আসেনি ‘গুগল গ্লাস’৷ কিন্তু এরই মধ্যে নানা আলোচনা, সমালোচনার জন্ম দিয়েছে এবং দিয়ে যাচ্ছে গুগলের এই বিস্ময়কর চশমা৷ এসব বিতর্কে সবশেষ সংযোজন ‘টিটস্ অ্যান্ড গ্লাস’ অর্থাৎ নারীবক্ষ এবং চশমা! এটি একটি পর্নো অ্যাপ৷ ক্যালিফোর্নিয়া ভিত্তিক বিশ্বের সবচেয়ে বেশি পর্নো অ্যাপ তৈরির প্রতিষ্ঠান মিকান্দি এটা ডেভেলপ করেছে, যা দিয়ে গুগল গ্লাস পরিহিতরা পর্নো ভিডিও দেখতে পারবেন৷ চাইলে নিজেদের ব্যক্তিগত যৌনকর্মগুলো অন্যদের দেখানোর জন্য রেকর্ড করে অ্যাপে পাঠিয়েও দিতে পারবেন৷

তবে এরই মধ্যে বাধা এসেছে গুগলের পক্ষ থেকে৷ কারণ ডেভেলপারদের জন্য গুগলের তৈরি করা নীতিমালায় বলা হয়েছে যে, অশ্লীলতা বা নগ্নতা প্রসারে ভূমিকা রাখবে এমন কোনো কিছু তৈরি করা যাবে না৷এরপরও অবশ্য মিকান্দিকে থামানো যাচ্ছে না৷ তারা বলেছে গুগলের নীতিমালা মেনে তারা তাদের অ্যাপ-এ পরিবর্তন আনবে৷
porn apps 500x281 অশ্লীলতার পথে প্রযুক্তি   গুগল গ্লাস এর জন্য পর্নো অ্যাপ!
ক্যাসিনোতে নিষিদ্ধ


লাস ভেগাস, ওহিও সহ অন্যান্য রাজ্যের পর এবার আটলান্টার কয়েকটি ক্যাসিনোতে জুয়াড়িদের গুগল গ্লাস পরে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে৷ বিশেষ এই চশমা পরে জুয়াড়িরা প্রতারণার সুযোগ নিতে পারে – এই আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
গুগল গ্লাস আপাতত ডেভেলপার সহ নির্দিষ্ট কিছুসংখ্যক ব্যক্তিকে ব্যবহার করতে দেয়া হয়েছে৷ তাদের কাছ থেকে পাওয়া পরামর্শের ভিত্তিতে ‘কিছুদিন’-এর মধ্যে সাধারণ ব্যবহারকারীদের জন্য সেটা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ৷
Previous Post
Next Post

post written by: