ফেসবুকের গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস (যা আপনার কাজে লাগবেই)

ফেসবুকের টাইমলাইন রিমুভ করার টিপসঃ অনেক ফেসবুক ব্যবহারকারী তাঁদের ফেসবুক প্রোফাইলে ফেসবুক টাইমলাইন-সুবিধা যুক্ত করেছেন। এটির অনেক সুবিধাও আছে।  তবে যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম,
http://s3.amazonaws.com/crunchbase_prod_assets/assets/images/original/0004/2816/42816v1.pngতাঁদের জন্য এটি অনেক ঝামেলার মনে হয়। কারও প্রোপাইলের অনেক আগের তথ্য দেখতে চাইলে বারবার শুধু ইন্টারনেট ব্রাউজার হ্যাং করে। অনেকেই আবার না বুঝে ফেসবুক টাইমলাইন যুক্ত করে ফেঁসে গেছেন। এখন আর এটি বাদ দেওয়া যাচ্ছে না। প্রোপাইল থেকে টাইমলাইন বাদ দেওয়ার কোনো সুযোগ ফেসবুক দিচ্ছে না। তবে আপনি চাইলে আপনার ইন্টারনেট ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যুক্ত করে এটি থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য প্রথমে Timelineremove ঠিকানায় গিয়ে ওই পেইজের মাঝখানের ডান পাশে click here বাটনে ক্লিক করুন। কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করবে। তারপর Install-এ ক্লিক করলেই সফটওয়্যারটি আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। এখন থেকে এই ব্রাউজার দিয়ে ফেসবুক টাইমলাইন অ্যাকটিভ করা  প্রোপাইল বা ফ্যান পেইজগুলো দেখলে সেগুলো ফেসবুকের আগের সেটিংসের মতো দেখাবে। 


ফেসবুকে অন্য ভাষার অনুবাদ করার টিপসঃ 
http://www.tech-gadget.co.in/wp-content/uploads/2013/05/facebook-logo.png
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সাহায্যে আমরা অনেক সময় ভিন্ন ভাষী মানষের সঙ্গে বন্ধুত্ব করি। কিন্তু অনেক সময় ভিনদেশি বন্ধুরা ফেসবুকে তাদের মাতৃভাষা ব্যবহার করে। ফলে আমরা তাদের প্রোফাইল, তথ্য, স্ট্যাটাস ইত্যাদি লেখা বুঝতে পারি না। জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছা করলে আপনি যেকোনো ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ফেসবুক ট্রান্সলেট নামের একটি অ্যাড-অনস। অ্যাড-অনসটি addons.mozilla.org
ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স আবার চালু করুন। এখন ফেসবুকে লগইন করুন। খেয়াল করুন, ফেসবুকে সব স্ট্যাটাস, ওয়াল, মেসেজ ইত্যাদির সঙ্গে ট্রান্সলেট নামে একটি অপশন এসেছে। এ অপশনে ক্লিক করলে ভিন্ন ভাষার যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।


ফেসবুকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকাঃ
http://tomuse.com/wp-content/uploads/2009/07/Facebook-Send-Friend-Request-Add-Message.png
ফেসবুকে বিভিন্ন সময় নানাজনকে বন্ধু বানানোর অনুরোধ জানিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। কিন্তু কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, সেটা অনেক সময় মনে থাকে না। ফেসবুকে আপনার পাঠানো সব ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা দেখতে friendrequests ঠিকানায় যেতে হবে।
এখানে আপনি যাঁদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাঁদের তালিকা পাবেন। যদি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল করতে চান, তাহলে ব্যবহারকারীর নাম দেখে Remove Friend Request-এ ক্লিক করুন। এরপর যাঁর ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল করতে চান, তাঁর প্রোফাইল পেজ আসবে। এখান থেকে বাঁয়ে নিচে Cancel Friend Request অপশনে ক্লিক করলেই ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে।


চ্যাট করুন শুধুমাত্র পছন্দের বন্ধুর সাথেঃ 
http://geekgsm.com/wp-content/uploads/2012/10/how-to-post-blank-status-update.png
 ফেসবুকে আমাদের অনেকেই চ্যাট করতে পছন্দ করে।আবার আমাদের অনেকেরই এমন কিছু বন্ধু থাকে, যাদের কারণে ফেসবুকে আসাটা বিরক্তিকর মনে হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা অনেক ছেলের সঙ্গেই চ্যাট করতে পছন্দ করে না। এক্ষেত্রে, ফেসবুক তাদের যেসব সুবিধা চালু করেছে, তার মধ্যে একটি হচ্ছে ‘নির্দিষ্ট বন্ধুর সাথে চ্যাট করা’,অর্থাৎ ফেসবুকে আপনি যাদেরকে অনলাইনে দেখতে চান শুধুমাত্র তারাই আপনাকে দেখবে অনলাইনে।এটি করার জন্য আপনাকে নিচের টিপসটি অবলম্বন করতে হবে। প্রথমে, আপনি আপনার ফেসবুক পেজের নিচের অংশে ডানদিকে চ্যাট বাক্সে ক্লিক করুন>>এরপর চ্যাট বাক্সে সেটিংস্ চিহ্নিত আইকনটিতে ক্লিক করুন>> তারপর ‘টার্ন অফ চ্যাট’ ক্লিক করে >>টার্ন অফ চ্যাট ফর অল ফ্রেন্ডস্ এক্সেপ্ট সিলেক্ট করে>> আপনার পছন্দের বন্ধুর নামটি লিখলেই ফেসবুক গেইস করে আপনার বন্ধুর একটি তালিকা দেখাবে। সেখান সিলেক্ট করে>> ওকে করুন। ব্যস, আপনার কাজ শেষ। আর যদি আপনি কারও সাথে চ্যাট করতে না চান তাহরে প্রথম অপশনটি সিলেক্ট করুন। আবার নির্বাচিত বন্ধু যাদের কাছে আপনি নিজেকে লুকাতে চান তাহলে শেষের অপশনটি বাছাই করুন।ধন্যবাদ!



ফেসবুকের নতুন ফিচার ফেসবুক টাইমলাইন:

http://cdn.creativeguerrillamarketing.com/wp-content/uploads/HLIC/687db799a96a82c67cefb215d7450bb7.jpg

সম্প্রতি আমেরিকায় সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়ে গেল ফেসবুক ডেভোলোপারদের সম্মেলন "f8"। সম্মেলনে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকেরবার্গ ফেসবুকের নতুন ফিচার ফেসবুক টাইমলাইন [https://www.facebook.com/about/timeline] উন্মোচন করেন। নতুন এই ফিচারের মাধ্যমে যেকোন ব্যাবহারকারী তার ফেসবুকের সব ইতিহাস তার প্রোফাইলে দেখতে পারবেন। চাইলে তা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারবেন। এক কথায় বলা যায় আপনার ফেসবুকের প্রফাইলের চেহারা সম্পূর্ন নতুন আঙ্গিকে সাজাবে এই ফেসবুক টাইমলাইন।


কিভাবে একটিভেট করবেনঃ
প্রথম ধাপ: প্রথমে ফেসবুকে ঢুকুন আপনার আইডি দিয়ে। এরপর ফেসবুক ডেভেলপার 
 (https://developers.facebook.com/apps) লিংকে গিয়েঅ্যালাউ বাটনে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপ: অ্যালাউ করার পর নিচের ছবির মতো একটি পৃষ্ঠা আসবে, সেখানে ক্রিয়েট নিউ অ্যাপ অপশনে ক্লিক 

 করুন।

তৃতীয় ধাপ: একটি পপ-আপ উইন্ডো আসবে, যেখানে আপনার নিজের ইচ্ছামতো ডিসপ্লে নেম, নেম স্পেস দিয়ে” I agree to the Platform Privacy Policy-তে ক্লিক করে Continue করবেন। তবে নেম স্পেসটি অবশ্যই ইউনিক হতে হবে।

চতুর্থ ধাপ: সঙ্গে সঙ্গে আরেকটি পপ-আপ উইন্ডো আসবে, সেখানে সিকিউরিটি চেক বক্সের ভেতর যে ইংরেজি  

অক্ষরগুলো আছে, 
 সেটা টাইপ করে Submitবাটনে ক্লিক করবেন। মনে রাখবেন, এটি সাধারণত নিরাপত্তার জন্য করা হয়, যাতে অসৎ 
 কেউ স্বয়ংক্রিয়ভাবে 
 স্প্যামিং করতে না পারে।
পঞ্চম ধাপ: এরপর নতুন একটি পৃষ্ঠা খুলবে, এর বাঁ পাশে ওপেন গ্রাফ’- ক্লিক করলে যে পৃষ্ঠাটি খুলবে, সেখানে টেস্ট 
 অ্যাকশন হিসেবে 
 people can-এরপর প্রথম বক্সে watch, পরের বক্সে movie লিখে Started- ক্লিক করুন।

ষষ্ঠ ধাপ: নতুন আরেকটি পৃষ্ঠা আসবে, এর নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন। যদি এখানে ‘Connected Objects Required’ বার্তা দেখায়,তাহলে পেজটি একবার রিফ্রেশ করলে সমাধান হয়ে যাবে। এরপর আবার নতুন পৃষ্ঠা এলে 

 আরও একবার সেভ অ্যান্ড 
 নেক্সট’- ক্লিক করুন। সবশেষেআরেকটি পৃষ্ঠা আসবে, ‘সেভ অ্যান্ড ফিনিশ অপশনে ক্লিক করে কয়েক মিনিট অপেক্ষা করুন।
সপ্তম ধাপ: এবার ফেসবুকের মূল পৃষ্ঠায় ফিরে যান। সেখানে ওপরে একটি নির্দেশনা পাবেন, এর শেষ দিকে গেট ইন 
 নাউ লিংকে ক্লিক করার 
 পর যদিসরাসরি টাইমলাইন ট্যাবে চলে যায় তাহলে বুঝবেন, আপনার ফেসবুক টাইমলাইন সক্রিয় হয়ে গেছে। 
 যখনই আপনার প্রোফাইলে ক্লিক  
করবেন, তখন নতুন সেবাটি পেয়ে যাবেন। 
সতর্কতা: ফেসবুক টাইমলাইন সক্রিয় করার পর যদি আপনাকে  অক্টোবরের মধ্য আপনার ফেসবুক আইডিকে 
 HTTPS- হালনাগাদ করার 
 জন্য কোনোবার্তা প্রদর্শন করে, তবে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে সিকিউরিটি ট্যাবে যাবেন। সেখানে Secure Browsing অপশন সক্রিয় (এনাবল) করে দিন।
কাভার ফটো: ফেসবুক টাইমলাইনে আপনি একসঙ্গে দুটি ছবি প্রোফাইলে রাখতে পারবেন। একটি প্রোফাইল পিকচার, 
 অন্যটি কভার পিকচার।
কাভার পিকচারটি অপেক্ষাকৃত বড় এবং প্রোফাইল পিকচারটি ছোট হয়ে ওপরের ডান দিকে আসে। যাঁরা ভাবছেন, 
 তাঁদের প্রোফাইল পিকচার 
 ছোট আসছেকেন, তাঁরা কভার পিকচার আপলোড করে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে এই ফিচারটি ফেসবুকে একেবারে নতুন।শুধুমাত্র ফেসবুক ডেভেলোপাররাই এটা সরাসরি এখনই পেয়েছে। আপনার এত ঘুরিয়ে পেচিয়ে একটিভেট করা লাগল কারন আপনি এতদিন ফেসবুক ডেভেলোপার ছিলেন না। এখন যারা ফেসবুক ডেভেলোপার তারাই আপনার প্রোফাইলে ক্লিক করলে ফেসবুক টাইমলাইন দেখতে পাবেন। নাহলে তারা আগের মত নরমাল প্রোফাইলই দেখতে পাবে। তাই সবাইকে সাজেস্ট করুন যাতে সবাই এভাবে নিজেদের প্রোফাইল আপডেট করে নেয়। আজ হোক কাল হোক এক মাস পর সবার প্রোফাইলই এভাবে চেঞ্জ করবে ফেসবুক। আপনি নাহয় আগে চেঞ্জ করে সবার থেকে একটু এগিয়ে থাকলেন।সবাইকে জানাতে হলে,আপনাকে নিচের শেয়ার বাটনে ক্লিক করতে হবে।প্লিইজ.....আপনারা জিনিসটা শেয়ার করুন,নতুবা আপনার টাইমলাইন,যে সকল বন্ধু তার প্রোফাইলে টাইমলাইন চালু করেনি,তারা দেখতে পাবে না।
Previous Post
Next Post

post written by: