অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত
মুঠোফোন ব্যবহারকারীরা চাইলেই খুব সহজেই অন্য যেকোনো অ্যান্ড্রয়েড মুঠোফোনে
কল করতে পারেন একেবারে বিনা মূল্যে! দুনিয়ার যেকোনো প্রান্তে! এ জন্য কী
কী দরকার হবে একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মুঠোফোন,
ইন্টারনেট সংযোগ আর একটি বিশেষ সফটওয়্যার। এই বিশেষ সফটওয়্যারটির নাম হলো ‘ভাইবার’। এটি নামিয়ে নেওয়া যাবে গুগল প্লে স্টোর (http://goo.gl/xumYx) থেকে একেবারে বিনা মূল্যে। এর আকার ৭ মেগাবাইট। এটি মুঠোফোনে নামিয়ে নিয়ে ইনস্টল করার পর জায়গা নেবে প্রায় ১২ মেগাবাইট। আপনার ব্যক্তিগত ফোন নম্বরটিই আপনার ভাইবার আইডি হিসেবে নিবন্ধন করতে হবে অ্যাপ্লিকেশনটির শুরুর পেজে। এবারে ভাইবারের ভেতরের ফোনবুকে গেলে দেখতে পাবেন, আপনার অন্য যেসব বন্ধু ভাইবার ব্যবহার করেন, তাঁদের তালিকা।
ইন্টারনেট সংযোগ আর একটি বিশেষ সফটওয়্যার। এই বিশেষ সফটওয়্যারটির নাম হলো ‘ভাইবার’। এটি নামিয়ে নেওয়া যাবে গুগল প্লে স্টোর (http://goo.gl/xumYx) থেকে একেবারে বিনা মূল্যে। এর আকার ৭ মেগাবাইট। এটি মুঠোফোনে নামিয়ে নিয়ে ইনস্টল করার পর জায়গা নেবে প্রায় ১২ মেগাবাইট। আপনার ব্যক্তিগত ফোন নম্বরটিই আপনার ভাইবার আইডি হিসেবে নিবন্ধন করতে হবে অ্যাপ্লিকেশনটির শুরুর পেজে। এবারে ভাইবারের ভেতরের ফোনবুকে গেলে দেখতে পাবেন, আপনার অন্য যেসব বন্ধু ভাইবার ব্যবহার করেন, তাঁদের তালিকা।
এখন এখান থেকে কল দিলেই হলো। সেই সঙ্গে মেসেজ, গ্রুপ মেসেজও পাঠাতে পারবেন একেবারে বিনা মূল্যে। এ জন্য ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে উভয়েরই মুঠোফোনে। যাঁরা ভাইবার ব্যবহার করেন না, তাঁদের আমন্ত্রণ পাঠাতে পারবেন ভাইবার থেকে। উল্লেখ্য, আপনার মুঠোফোনে অ্যান্ড্রয়েডের ২.২ ফ্রইয়ো বা তার পরবর্তী সংস্করণ থাকতে হবে।