বিভ্রান্তি ছড়ানোর জন্য ফেইসবুকের কোন তুলনা হয় না। ওই জায়গার ছবি এই
জায়গার বলে, একটা মারামারির ছবিকে আরেকটা মারামারির ছবি বানিয়ে ছড়ানো হয়
নানা গুজব। আমাদের দেশের বতর্মান যে পরিস্থিতি তাতে কোন কিছু ঘটলেই ছড়ানো
হয় একরাশ গুজব। ছবি দেখে
মানুষ পড়ে যায় কঠিন এক বিভ্রান্তিতে। আমারা যাচাই বাচাই না করে বিশ্বাস করে বসি ওইসব ছবি।
একটু কষ্ট করে গুগলে ছবিগুলো সার্চ দিলেই কিন্তু সত্য ঘটনা জেনে নেয়া সম্ভব। ছবিগুলো সত্য কি মিথ্যা তা সহজেই যাচাই করা যায়।
এই কাজটিকে আরও সহজ করতে আছে 'Facebook Photo Appraiser' নামক মজিলা ফায়ারফক্স আর গুগল ক্রোম ব্রাউজার অ্যাড-অন। এটি ফেইসবুকের যে কোন ছবির পোস্টে, টাইমলাইনে এবং টিকারে লাইক, শেয়ার ইত্যাদি নানা অপশানের সাথে 'Similar Images' নামে একটা অপশান যোগ করে দিবে। যার মাধ্যমে আপনি একটি মাত্র ক্লিকে দেখতে পারবেন এইরকম আর কোন ছবি আছে কিনা। আর অন্তত কিছুটা হলেও বিভ্রান্তি থেকে রক্ষা পাবেন।
অ্যাড-অনটি তৈরী করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র।
অ্যাড-অন ডাউনলোডের URL:
মজিলা ফায়ারফক্স (২১৮ কিলোবাইট)
গুগল ক্রোম (৪৬ কিলোবাইট)
মানুষ পড়ে যায় কঠিন এক বিভ্রান্তিতে। আমারা যাচাই বাচাই না করে বিশ্বাস করে বসি ওইসব ছবি।
একটু কষ্ট করে গুগলে ছবিগুলো সার্চ দিলেই কিন্তু সত্য ঘটনা জেনে নেয়া সম্ভব। ছবিগুলো সত্য কি মিথ্যা তা সহজেই যাচাই করা যায়।
এই কাজটিকে আরও সহজ করতে আছে 'Facebook Photo Appraiser' নামক মজিলা ফায়ারফক্স আর গুগল ক্রোম ব্রাউজার অ্যাড-অন। এটি ফেইসবুকের যে কোন ছবির পোস্টে, টাইমলাইনে এবং টিকারে লাইক, শেয়ার ইত্যাদি নানা অপশানের সাথে 'Similar Images' নামে একটা অপশান যোগ করে দিবে। যার মাধ্যমে আপনি একটি মাত্র ক্লিকে দেখতে পারবেন এইরকম আর কোন ছবি আছে কিনা। আর অন্তত কিছুটা হলেও বিভ্রান্তি থেকে রক্ষা পাবেন।
অ্যাড-অনটি তৈরী করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র।
অ্যাড-অন ডাউনলোডের URL:
মজিলা ফায়ারফক্স (২১৮ কিলোবাইট)
গুগল ক্রোম (৪৬ কিলোবাইট)