বাংলাদেশ সরকারের সকল ফরম সমূহ (ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন ফর্ম্‌, পেনশান ফর্মসহ আরও অনেক)

আমাদের নিত্য দিনে অনেক জিনিসেই প্রয়োজন হয়ে পরে । কখনো এমন সব জিনিসের প্রয়োজন হয় যা জোগার করতেই দিন শেষ । যেমন পাসপোর্ট আবেদন ফর্ম বা ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্ম বা হতে পারে  আয়কর রিটার্ন ফর্ম  । এর জন্য আমাদের হয়ত নিজে বা
http://tgvnews.com/wp-content/uploads/2013/05/birth-cert.pngঅন্য কাউকে দিয়ে আনাতে হয় । আর আমাদের দেশের অনেক সরকারী কর্মকর্তা/কর্মচারীদের যা ভাব থাক তা নিয়ে আর নাইবা ঘাটলাম , আমরা আমরাই তো । তবে আমি আজ এই সমস্যার একটা  ঝাক্কাস সমাধান পেয়েছি আর তা সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । তাই জলদি করে ডাউনলোড করে নিন আপনার প্রয়োজনীয় ফর্মটি।  http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e4/BD_high-tech_drivers_licences_front.jpg
ড্রাইভিং লাইসেন্স
 
জন্মনিবন্ধন ফর্ম
 
মৃত্যু নিবন্ধনকরণ ফর্ম
 
পেনশান ফর্ম 

হাতে লিখিত পাসপোর্ট আবেদন
 
ইন্টারনেট ফর্ম

আয়কর রিটার্ন


পেনশন ফরম ২,১( চাকুরের নিজের অবসরের ক্ষেত্রে প্রযোজ্য 
Previous Post
Next Post

post written by: