ফেসবুকে যুক্ত করুন রিপ্লাই বাটন।

ফেসবুকে কিছুদিন আগে নতুন একটা ফিচার চালু হয়েছে। রিপ্লাই অপশান। অনেকেই এটা একটিভেট করার কথা ভাবছেন। কিন্তু অপশান খুঁজে পাচ্ছেন না। যারা জানেন না তাদের জানাতে আজ আবার কিবোর্ড ধরলাম। কিবোর্ড ধরতে ধরতে তো কলম ধরার কথা ভূলতেই বসেছি। একদিন দেখব নিজের হাতের লেখা দেখে নিজেই আঁতকে উঠবো। আপাতত ফেসবুকে রিপ্লাই বাটনটি শুধু মাত্র ফেসবুক পেজে দেখা যায়। ব্যক্তিগত একাউন্ট হোল্ডারগণ তাই
ফেসবুক রিপ্লাই বাটন চালুর আশা আপাতত পরিত্যাগ করুন। আর যারা ফেসবুক পেজ এবং ব্যক্তিগত একাউন্টের পার্থক্য জানেন না তারা ফেসবুক একাউন্টটা ডিলিট করে দেন। ফেসবুক একাউন্ট ডিলিট করার সিস্টেম জানা না থাকলে ফেবুর মালিক মার্ক জুকারবার্গকে চিঠি লিখে জেনে নিন।
১। আপনার পেজে যান।
২। ডান পাশের উপরের দিকে show details অপশানে ক্লিক করুন।
৩। ম্যানেজ সেটিংস ক্লিক করুন।
৪। ম্যানেজ পারমিশান পাতার নিচের দিকে খেয়াল করুন। reply বাটন বলে একটা অপশান আছে।
৫। রিপ্লাই বাটনের আগের বক্সে টিক চিহ্ন বসিয়ে পরিবর্তন সংরক্ষন করুন।
এখন আপনার পেজের লাইকারগণ স্ট্যাটাস ফটো সব কিছুতে রিপ্লাই বাটন দেখতে পাবেন। আপনিও সহজে তাদের রিপ্লাই করতে পারবেন যখন খুশী।
Previous Post
Next Post

post written by: