এফএম ট্রান্সমিটার বানানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ! অনেকে
হয়তো সার্কিট দেখেই বানানোর সাহস পাননি ! অনেকে হয়তো সবগুলো কম্পোনেন্ট
খুজে না পেয়ে বানাতে পারেননি ! আবার অনেকে হয়তো নতুন ! সমস্যা কি আমিতো
আছিই এই সার্কিটে যেই কম্পোনেন্ট গুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুরচা ভাবে
কিনতে গেলে মোট ২০ টাকা এর মত লাগতে পারে !যদিও আমার ১০ টাকাতেই হয়ে যায় !
যাইহোক আর কথা না বলে কাজে চলে আসি ! এই ছোট এফএম ট্রান্সমিটার বানাতে গেলে
নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
সার্কিট ডায়াগ্রামঃ
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
- 22n বা 223 নাম্বারের pf একটি !
- 10 নাম্বারের pf একটি !
- 47 নাম্বারের pf একটি !
- 1n বা 102 নাম্বারের pf একটি !
- 1uf 50v এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
- 47 ওহমের রেজিস্ট্যান্স একটি !
- 4.7 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি !
- 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি !
- 22 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি !
- BC547 এই মানের ট্রানজিস্টর একটি !
- 6 পাকের একটি Tank কয়েল যা 20 অথবা 22 গেজের তামার তার দিয়ে একটি কলমের ওপর পেচিয়ে বানাতে হবে !
- একটি MIC যা পুরাতন ক্যাসেট প্লেয়ারে অথবা মোবাইলের হেড ফোনে পাবেন !
- একটি অন অফ সুইচ একটি !
- 6 ভোল্টের ব্যাটারী একটি !
- 15 থেকে 20 হাত তার যা এন্টেনা হিসাবে ব্যবহৃত হবে !
সার্কিট ডায়াগ্রামঃ
কম্পোনেন্ট গুলো মোটা কাগজে অথবা ভেরো বোডে লাগিয়ে সংযোগ দিতে পাররেন !
সংযোগ দেওয়া হয়ে গেলে একটি FM Radio অন করে টিউনিং করুন ! দেখবেন Radio তে
শো শো শব্দ অফ হয়ে গেছে ! এবার MIC তে কথা বলুন ! দেখবেন ওই কথা Radio তে
শোনা যাচ্ছে !
একটু লক্ষ্য রাখবেন :- Radio তে যদি আপনার তৈরীকৃত স্টেশন না ধরে তাহলে Tank কয়েল নারাচার করে Radio তে আবার টিউনিং করবেন !
- যদি মোবাইলের Radio ব্যবহার করেন তাহলে অটো সার্চ দিয়ে চেনেল খুজে নাও পেতে পারেন ! এক্ষেত্রে 87.5 থেকে 108 MHZ পর্যন্ত আস্তে আস্তে ম্যানুয়ালী টিউনিং করতে হবে !