
স্মাইলীর জন্যে কোড গুলো এ রকম, প্রথমে f9 দিয়ে একটি ডট (.) ও পরে অবজেক্টের নাম। এবার শুরুতে [[ ও শেষে ]] বসিয়ে দিন কোন স্পেস ছাড়াই। অথবা নীচের দেওয়া কোড থেকে সরাসরি কপি করে বসিয়ে দিন।
লাল ফুলঃ [[f9.redflower]]
নীল ফুলঃ [[f9.blueflower]]
পান্ডাঃ [[f9.panda]]
প্রজাপতিঃ [[f9.butterfly]]
স্ট্রবেরীঃ [[f9.strawberry]]
লেডী বাগঃ [[f9.bug]]