আপনার সকল ব্রাউজিং হিস্টরি দেখুন একসাথে

আমি একটি ছোট সফটওয়্যার নিয়ে এসেছি মাত্র ২১৮ কিলোবাইট। যেটার কাজ আমার কাছে খুবি ভালই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে তা বলতে পারবো না আশাকরি ভালই লাগবে। যাহক কথা না বারিয়ে সফটওয়্যার এর কাজ নিয়ে আলোচনা করি। আমরা কমবেশি সবাই ইন্টারনেট ব্যাবহার করি। আমাদের ব্রাউজার হিস্ট্রিতে অনেক এড্রেস থাকে যা অগোছালো এবং এবং বুজতে সমস্যা হয়।

তাই আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো যেটা দিয়ে আপনি ব্রাউজার করা হিস্টরি গুলকে পরিষ্কার ভাবে দেখতে বুজতে পারবেন। আপনি যে ব্রাউজার ব্যাবহার করেন না কেন সকল হিস্টরি এখানে দেখবে। আপনি আপনার ইচ্ছা মত দেখতে পারবেন।জেমনঃ বর্তমান, এডমিন, সবাই ইত্যাদি কিছু।
তাছাড়া কোন এড্রেস, তার সময়, ভিউ, সবকিছু আলাদা আলাদা ভাবে দেখাবে এবং সকল এড্রেসকে আপনি এচ্ছে মত সেভ করে নিতে পারবেন। আরো অনেক সুবিধা আছে ডাউনলোড পর টেক্সট ফাইল পড়ে জানতে পারবেন পারবেন। তাহলে আজ এই পর্যন্তই ভাল থাকবেন।
Previous Post
Next Post

post written by: