মডেম ছাড়াই মোবাইলের ব্লুটুথ দিয়ে ব্যবহার করুন ইন্টারনেট

https://www.hammer.net/images/mobile_connection.jpg মডেম ছাড়াই মোবাইলের ব্লুটুথ দিয়ে ব্যবহার করুন ইন্টারনেট এবং স্পীড দেখুন মডেমের চেয়ে কয়েক গুণ বেশি।
যদি ডেক্সটপে ব্যবহার করতে চান তবে একটি ব্লুট্রুথ ডিভাইস কিনে নিন। দাম পড়বে ১২০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে। আর ল্যাপটপের জন্য আলাদা
ব্লুট্রুথ ডিভাইস কেনার প্রয়োজন নেই। শুধু ব্লুটুথ সফটওয়ার ইনস্টল দিলেই হবে।
কিভাবে শুরু করবেনঃ
প্রথমে কম্পিউটারে ব্লুটুথ ডিভাইস কানেকশন দিন। ল্যাপটপের ক্ষেত্রে turn on করুন। এরপর মোবাইলের ব্লুটুথ অন করুন।
এখন Star>Divice and printers এ যান। Add divice এ ক্লিক করুন।
নিচের চিত্র দেখুন
চিত্র-১
Screenshot_3
চিত্র-২
Screenshot_4
আপনার মোইলের নাম আসবে। select করে next এ ক্লিক করুন।
চিত্র-৩
Screenshot_5
এপর্যায়ে পেয়ারিং কোড আসবে। আপনার মোবাইলে স্ক্রিনে দেখানো কোড লিখুন এবং ok দিন। কোন কোন ক্ষেত্রে অটোমেটিক কোড নিয়ে নেয়। next এ ক্লিক করুন।
চিত্র-৪
Screenshot_6
Close এ ক্লিক করুন।
ব্যস! হয়ে গেল কম্পিউটারের সাথে মোবাইলের সংযোগ।
এবার ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ।
Star>Control Panel এ যান।
চিত্র-৫
Screenshot_7
চিত্র-৬
Screenshot_8
চিত্র-৭
Screenshot_9
চিত্র-৮
Screenshot_11
এ পর্যায়ে Phone number *99# দিন। User Name For Banglalink-blweb, Robi-robi, Airtel-internet, Teletalk-gprsunl,Grammen-gpinternet )
ও Connection name আপনি যে সীম ব্যবহার করছেন সেটি লিখুন। Password দেওয়ার দরকার নেই। সবশেষে Connect এ ক্লিক করুন।
চিত্র-৯
Screenshot_12
আপনার ইন্টারনেট কানেকশন চেক করছে।
চিত্র-১০
Screenshot_13
Browse Internet Now এ ক্লিক করে  এখন আপনি যে কোন ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
চিত্র-১১
Screenshot_14
এখন আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন।
পরবর্তীতে ইন্টারনেট কানেকশন দিতে চাইলে নিচের পদক্ষেপ অনুসরণ করুন
চিত্র-১২
Screenshot_15
এখানে ক্লিক করুন।
চিত্র-১২
Screenshot_16
Connection name select করে connect এ ক্লিক করুন।
Dial এ ক্লিক করুন। দেখুন কিছুক্ষণের জন্য ইন্টারনেট কানেকশন পেয়ে গেছেন।
Previous Post
Next Post

post written by: