ইন্টারনেট প্যাকেজ আনলিমিটেডঃ
প্রথমে একটি GP Sim এবং একটি Symbian
Support করে এমন অথবা N-series এর সেট জোগার করুন। (আমার জানামতে Internet Use করা যায় এমন যেকোন সেট দিয়েই করা জায়, তবে আমি Nokia N70 Set দিয়ে Active করেছি)।আপনার যদি কোন N-series
এর সেট না থাকে তবে
কোন বন্ধুর কাছ থেকে ৫ মিনিটের জন্য ধার করে নিন।এবার সেটের মেসেজ
অপশন এ গিয়ে BACKUP লিখে 6000 নম্বরে পাঠিয়ে দিন। মনে রাখবেন, যে সেট দিয়ে কাজ করবেন, সেটাতে যেন Internet Active করা থাকে। কেননা কিছুক্ষনের
মধ্যে আপনার কাছে একটি মেসেজ আসবে, যেটিতে এখন আপনাকে
১ মিনিটের জন্য
ঢুকতে হবে। আশা করি মেসেজ পেয়ে গেছেন। এবারে Address
টিতে ঢুকে পরুন এবং "Click Here" এ ক্লিক করুন।ব্যস আপনার কাজ শেষ! ২ মিনিটের
মাথায় আপনি আর একটি মেসেজ পাবেন, যেখানে আপনাকে জানানো হবে যে, আপনার Backup Service চালু হয়ে গেছে এবং
আমাদের কাংখিত ৩ দিনের EDGE
Service ও চালু হয়ে গেছে।তাহলে আর দেরি
কিসের? এখনি ৩ দিনের জন্য Unlimited Internet ব্যবহার করা শুরু করে দিন।
Note:- এই প্যাকেজ USE করতে হলে আপনার সীম এ অবশ্যই ৪৫ টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে।
প্রিপেইড বা পোষ্টপেইডে সব প্যাকেজে ডাটা সমান।যে যেই প্যাকেজ ব্যাবহার করেন তারা এই বিষয়ে অবগত। জিপি প্রিপেইড এর ইন্টারনেট প্যাকেজ আনলিমিটেড এর বিষয়টা হচ্ছে,আপনি
ব্যাবহার করুন না করুন P2 অথবা P3 লিখে(যে যেই প্যাকেজ টা নিতে চান) SMS
পাঠাইছেন আর পুরো মাসের টাকাটা একসাথে কেটে নিচ্ছে।এখন আপনি ফেয়ার ইউজ
পলিসি তে ৫ জিবি পর্যন্ত ব্যাবহার করতে পারবেন নিয়মিত স্পীডেই।৫ জিবির পর
ব্যাবহার যদিও করা য়ায় তারপরও বলব ব্যবহার না করতে।কারণ আমার মত বদমেজাজি
যারা আছেন অথবা যাদের ধৈর্য্য শক্তি কম তারা তখন ইন্টারনেটের
স্পীড দেখে
পিসির সামনে যা পাবেন তাই ভেংঙে ফেলবেন।যাই হোক প্রিপেইড এ P2 আর P3 তে একই
আবস্থায় পড়তে হবে।এবার আসুন পোষ্টপেইডে।পোষ্টপেইডে P2 এবং P3
ব্যবহার করলে অনেক ক্ষেত্রে লাভবান হবেন।কারণ P2 এবং P3 লিখে SMS পাঠালে
পুরো মাসের বিল প্রতিদিন হিসেবেই কাটে।৩০ বা ৩১ দিন হোক,বিল সেই অনুপাতেই
কাটবে।যেমন: ৯৭৭ অথবা ২৮৭ টাকা কে ৩০ বা ৩১ দিনের হিসেবে প্রতিদিন যা হবে
তাই রাত ১২টার পর কেটে নিবে।এ ক্ষেত্রে এরপর আপনি চাইলে এই প্যাকেজ ব্যবহার
করুন বা না কুরুন এটা আপনার ব্যাপার।আপনি একদিনের ৩১.৫০ অথবা ৯.৫০ টাকায়
পারলে ৫ জিবি একদিনেই শেষ করে ফেলবেন।আপনার হাত পা কেউ বেঁধে রাখবে
না।আচ্ছা আপনি এটা একদিনেই করেন আর ১০ দিনেই করেন আপনার ইচ্ছা।কিন্তু এই ১০
দিন পর কি করবেন?আসুন যেনে নিই এই ব্যাপারটি।\কিভাবে একমাসের টাকায় ৪ মাসের অর্থ্যাৎ ২০ জিবি ডাটা ব্যাবহার করবেন !!!তবে একটা কথা বলে রাখি।ভুলেও পোষ্টপেইড দিয়ে P1 (PAY AS YOU GO) প্যাকেজ
ব্যবহার করবেন না।তাহলে,ধন-সম্পদ যা আছে সব যাবে জিপির কাছে ! নাহ,একটু
ফানি কথা বললাম।ডোন্ট মাইন্ড।মাসের ১ তারিখে P2 বা P3 লিখে 5000 এ SMS
করলেন।কিছুক্ষনের মধ্যেই একটিভ হবে প্যাকেজ।প্যাকেজ একটিভ হয়েছে কিনা
জানতে Info লিখে 5000 এ SMS করলে ফিরতি SMS জানিয়ে দিবে আপনার বর্তমান
প্যাকেজ কি।অথবা *500*60# নাম্বারে ডায়াল করলে জানতে পারবেন।ইন্টারনেট
প্যাকেজ সম্পর্কিত সকল মেসেজ ফ্রি অব কস্টে পাঠাতে পারবেন।এবার ইচ্ছেমত
ব্যবহার করুন ইন্টারনেট।কতটুকু ডাটা ব্যবহার হয়েছে তা জানতে http://www.grameenphone.com
সাইটে গিয় যে নাম্বার দিয়ে নেট ব্যবহার করছেন সেই নাম্বার দিয়ে
রেজিস্ট্রেশন করে লগইন করে Internet Activity থেকে Remaining Volume এ গেলে
বাকি কতটুকু ডাটা আছে তা জানতে পারবেন।অথবা আমার লেখা এই পোষ্ট
টি অনুসরন করতে পারেন।যখন দেখবেন যে ৫ জিবির কাছাকাছি চলে আসছে তখন Cancel
লিখে 5000 এ SMS করলেই প্যাকেজ ডি-একটিভ হবে।অনেক সময় দেখা যায় আপনি
যখনই এসএমএস করবেন আপনাকে রিপ্লাই দিবে রাত ১২ টার পর।এখন আপনি আবার Info
লিখে 5000 এ SMS করলে বর্তমানে কি প্যাকেজ আছে তা জানতে পারবেন।অথবা
*500*60# নাম্বারে ডায়াল করলে জানতে পারবেন।এখন কিন্তু আপনি কোন
প্যাকেজেরই আওতায় নেই।একই দিনের দুপুরের দিকে P2 বা P3(যে যেই প্যাকেজ টা
নিতে চান)লিখে 5000 এ SMS করবেন।রাত ১২টার মধ্যে একটিভ হবে প্যাকেজ।অনেক
ক্ষেত্রে সাথে সাথেই একটিভ হয়ে যায়। তবে আপনি যে আগেই ৫ জিবি
ব্যাবহার করেছেন তার সব হিসাব নিকাশ শেষ।এখন আপনি নতুন করে আবার শুরু
করুন।এভাবে পারলে প্রতি মাসে ৩/৪ বার করতে পারেন।কিন্তু আপনার বিল ঐ ৯৭৭
অথবা ২৮৭ টাকাই কাটছে মাসে।প্রতি মাসে কত ডাটা সর্বমোট ব্যাবহার করেছেন তা ও
জানতে পারবেন।একসময় পোষ্টপেইড বিল পোষ্টে বা কুরিয়ারে চলে আসত।এবং
বিল দেওয়ার জন্য ব্যাংকে বা জিপি সেন্টারে লাইন ধরতে হত।সেই যুগ এখন
নেই।আপনি চাইলেই বিল পিডিএফ আকারে ইমেইলে পেতে পারেন।এখানেই সর্বমোট ডাটার
কথা উল্ল্যেখ থাকবে।ইমেইলে বিল পেতে Ebill লিখে একটা স্পেস দিয়ে আপনার
ইমেইল এড্রেসটি লিখুন এবং 2000 নাম্বারে এসএমএস করুন।চার্জ কাটবে ২.৩০
টাকা।এবং যেকোন ফ্ল্যাক্সিলোডের দোকানেই বিল দিতে পারেন ফ্ল্যাক্সিলোডের
মাধ্যমে।এই ট্রিকের মাধ্যমে আপনি ৩ দিনের জন্য GP Unlimited Internet প্যাকেজ ব্যবহার করতে পারবেন। ১৫% ভ্যট সহ আপনার খরচ হবে মোট ২৭ টাকা।
এই প্যাকেজ ব্যবহার করতে নিচের Step গুলো Followকরুনঃ-
Note:- এই প্যাকেজ USE করতে হলে আপনার সীম এ অবশ্যই ৪৫ টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে।
- ফ্রি ইন্টারনেট ব্রাউজ করুন ঃ এর জন্য আপনাকে প্রথমেই অপেরা মিনি ডাউনলোড করতে হবে নিচে দেওয়া লিংকটা
থেকে। পিসিতে ডাউনলোড করে মোবাইলে ট্রান্সফার করতে পারেন অথবা সরাসরি
মোবাইলেও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হওয়ার পর সফটওয়্যারটি মোবাইলে
ইনস্টল করুন। আগেই আপনার মোবাইলে অপেরা মিনি ব্রাউজার ইন্সটল করা থাকলে
সেটা প্রথমে আন ইনস্টল করে নিতে পারেন।
ডাউনলোড লিংক: http://goo.gl/YfbBE
Free_internet_opera.jar (157.46kb) ডাউনলোড ও ইনস্টল হওয়ার পর সফটওয়্যার টা অপেন করে slipperz1 টা সিলেক্ত করে মোডিফাই ট্রিক (Modify Trick) এর জায়গায় http://202.56.4.225.server4.operamini.com:80 এটা দিতে হবে। অথবা (http://202.56.4.225.server4.operamini.com) এটাও দিতে পারেন।
আপনার কাজ শেষ। এখন শুরু করুন ১০০% ফ্রি ব্রাউজিং। যে কোন ওয়েবসাইট ব্রাউজ করুন, আপনার এক টাকাও কাটবে না। এই সফটওয়্যার টা সকল জাভা সমর্থিত মোবাইল এ সাপোর্ট করে। শুধু মাত্র গ্রামীনফোন গ্রাহকরা ফ্রি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। কিন্ত কোন ফাইল ডাউনলোড দিলে টাকা যাবে, কারন আপনি এই অপেরা দিয়ে ডাউনলোড করতে চাইলে তা আপনার মোবাইল এর মেইন ব্রাউজার এ নিয়ে যাবে। তাই সুধু মাত্র ব্রাউজ করার জন্য এই সফটওয়্যার টা ব্যবহার করা যাবে।
- P7 অর্থাত্ ৩৫ টাকায় 99MB-5GB ব্যবহারের উপায় ঃ প্রথমে আপনাকে 99MB অথবা 1GB অথবা 5GB এর প্যাকেজ এ্যকটিভ করতে হবে । এখন
99MB এর মেয়াদ ১৫ দিন । 1GB ও 5GB এর মেয়াদ ৩০ দিন । এখন মেয়াদ শেষ হওয়া
পর্যন্ত আপনার প্যাকেজের সম্পূর্ন MB ব্যবহার না করে কিছু MB ব্যবহার করুন ।
এরপর যথন এই প্যাকেজ এর মেয়াদ শেষ হয়ে যাবে তখন একটি P7 এর প্যকেজ চালু করুন । এর ফলে আপনার পূর্বের প্যাকেজে যে অব্যবহৃত MB ছিল তা এই নতুন P7 প্যাকেজে যোগ করা হবে ।
আরো বিস্তারিত করে বলছিঃ
ধরুন আপনি এই মাসে P6 (1G) প্যাকেজ এ্যকটিভ করলেন । এখন আপনার রয়েছে 1024MB এবং এর মেয়াদ 30 দিন ।
ধরুন এই 30 দিনে 100MB ব্যবহার করলেন এবং 924MB অব্যবহৃত থেকে গেল ।
এবার 30 দিন পরে একটি P7 এ্যকটিভ করলেন ।
এখন P7 এর 15MB ও অব্যহৃত 924MB total =15+924=939MB হয়ে গেল ।
এরপর P7 এর মেয়াদ শেষ হয়ে গেলে পুনরায় নতুন একটি P7 নিয়ে অব্যবহৃত MB ব্যবহার করুন ।
এভাবে অব্যবহৃত MB শেষ না হওয়া পর্যন্ত যতবার খুশি P7 নিয়ে মেয়াদ বৃদ্ধি করে অব্যবহৃত MB ব্যবহার করুন অব্যবহৃত MB দেখতে *500*60# প্রেস করুন । যদি P6এর সময় 100MB এবং প্রতি P7 এ 50MB করে ব্যবহার করেন তাহলে ১৪মাস এর বেশি ব্যবহার করা সম্ভব ।
আমি নিজে এই পদ্ধতিতে গত দুই মাস যাবত ইন্টারনেট ব্যবহার করছি । যদি বিশ্বাস না হয় তাহলে GP Care এ কল করে জেনে নিন ।
ফ্রী ফেসবুক ব্যবহার করুন:
- 1.Opera mini এর যে কোন ভার্সন
- 2. এখন অপেরা র এড্রেস বারে গিয়ে 0.facebook.com লেখে এন্টার করুন !!Done!!!!
সতর্কতা !
- 1. সিমে এক পয়সাও রাখা চলবে না আগেই বলে দিলাম! 2. এই ভাবে ছবি ডাইরেক্ট দেখতে পারবেননা ! Photo লেখাতে ক্লিক দিলে উপরে লেখা আছে Youare using aversion of Facebook withoutphotos. To view the photo below, click here. Standard data charges may apply. এইটা লেখা আছে ঐ খানে Click here এইটা তে ক্লিক দিলেই দেখতে পারবেন !! 3. অন্য সিমে হবেনা ! 4. শুধু মাত্র ফেসবুক চালাতে পারবেন এইভাবে |
-
মাত্র ৯ টাকা ৫৮ পয়সায় ব্রাউস করুন কমপক্ষে ৭০০ মেগাবাইট:
আপনার অবশ্যই একটা জিপি X-plore অথবা জিপি এর অন্য কোন পোস্ট-পেইড সিম থাকতে হবে । এতে আপনি পাসসেন রাত ১২ টা থেকে সকাল ১০ পর্যন্ত উনলিমিটেড ব্রওসিং এর সুবিধা । ৭০০ মেগা উল্লেখ করলাম এই জন্য যে, ১২ টা থেকে ১০ টা পর্যন্ত ৭০০ এমবি এর বেশি ডাউনলোড হয়না ।
2. কিছুক্ষণ পর ফিরতি এস.এম.এস পাবেন । ভয় পাওয়ার কিছুই নেই ২৮৭.৫০ টাকা দেখে । কারন জিপি প্রতিদিনের ইউস এর বিল কাটে , অর্থাৎ ১ দিন ব্যবহার করলে কাটবে মাত্র ৯.৫৮ টাকা ।
3. এবার বুঝতেই পারছেন আপনাকে কি করতে হবে । এবার Y লিখে পাঠীয়ে দিন 5000 নাম্বার এ । বাস আপনার কাজ শেষ ।
4. এটা ব্যাবহারের সময় রাত ১২ থেকে সকাল ১০ টা পর্যন্ত । এস.এম.এস পাঠাবেন সকাল ১০ টা থেকে রাত ৯ টার মধ্যে। ১২ টার পর এটা অ্যাক্টিভ হয়, কনফারমেসন এস.এম.এস আসলে ব্যবহার করুন । যেহেতু দিন হিসাবে চার্জ হবে, সেহেতু আপনি ইচ্ছা অনুজায়ি যে কয় দিন খুশি ব্যবহার করতে পারেন । আপনার ব্যবহার শেষ হলে অবশ্যই সকাল ১০ টার আগে cancel লিখে 5000 নাম্বার এ এস.এম.এস পাঠান ।