IPhone 6 সম্পর্কে বিস্তারিত জেনে নিন



অনেক জল্পনা কল্পনার পর নতুন ১টি মোবাইল বের করল Apple। নতুন এই মোবাইলটির নাম দেওয়া হয়েছে iPhone 6।তাহলে দেখে নেওয়া যাক এই মোবাইল এর রিভিঊ




GENERAL
2G Network-GSM 850 / 900 / 1800 / 1900 - all models CDMA 800 / 1700 / 1900 / 2100
3G Network-SDPA 850 / 900 / 1700 / 1900 / 2100 CDMA2000 1xEV-DO HSDPA 850 / 900 / 1900 / 2100
4G Network-LTE- all models
Announced-Exp. announcement 2014, September
Status-Rumored. Exp. release 2014, September
 SIM -Nano-SIM
BODY
Dimensions-137.5 x 67 x 7 mm (5.41 x 2.64 x 0.28 in)
Weight-113 g (3.99 oz) - 500 dpi pixel density fingerprint sensor (Touch ID)
DISPLAY
Type-LED-backlit IPS LCD, capacitive touchscreen, 16M colors
Size-960 x 1704 pixels, 4.70 inches / 5.5 inches (~416 ppi pixel density)
Multitouch-Yes
 Shatter proof sapphire crystal glass, oleophobic coating- Water resistant
SOUND
Alert Types-Vibration, proprietary ringtones
Loudspeaker-Yes
3.5mm jack-Yes
MEMORY
Card Slot-No
Internal-16/32/64/128 GB, 2 GB RAM
DATA
GPRS-Yes
EDGE-Yes
Speed-DC-HSDPA, 42 Mbps; HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps; LTE, Cat6, 300 Mbps DL; EV-DO Rev. A, up to 3.1
WLAN-Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi hotspot
Bluetooth-v4.0, A2DP
USB-v2.0
 NFC -  Yes
CAMERA
Primary-8 MP, 3264 x 2448 pixels, autofocus, dual-LED (dual tone) flash
Features-Simultaneous video and image recording, touch focus, geo-tagging, face detection, HDR panorama, HDR photo
Video-1080p@60fps
Secondary-Yes
FEATURES
OS-iOS 8
Chipset-Apple A8
CPU-Dual-core 2 GHz
Sensors-Accelerometer, gyro, proximity, compass
Messaging-iMessage, SMS (threaded view), MMS, Email, Push Email
Browser-HTML (Safari)
Radio-No
Colors-Space Gray, White/Silver, Gold
GPS-Yes, with A-GPS, GLONASS
JAVA-No
 others--
- Active noise cancellation with dedicated mic
- AirDrop file sharing
- Siri natural language commands and dictation
- iCloud cloud service
- iCloud Keychain
- Twitter and Facebook integration
- TV-out
- Maps
- iBooks PDF reader
- Audio/video player/editor
- Organizer
- Document viewer/editor
- Photo viewer/editor
- Voice memo/dial/command
- Predictive text input
BATTERY--Non-removable Li-Po 1810 mAh battery (6.91 Wh)
Price-BDT ৳68250
জেনে নিন অ্যান্ড্রয়েড ৪.৩ সম্পর্কে -

গুগলের নতুন অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে গত কয়েকদিন যাবত বেশ ভালই আলোচনা চলছে। অনেকেই অ্যান্ড্রয়েড এর এই  নতুন আপডেটটি পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে সবার অপেক্ষার পালা ফুরালো, এসে গেল সেই বহুল প্রতীক্ষিত অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন।
কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়া সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭ এর সাথে অ্যান্ড্রয়েড ৪.৩ তো থাকছেই, পাশাপাশি পুরানো নেক্সাস ডিভাইসগুলোও এই আপডেট পাওয়া শুরু করবে বলে জানিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন

অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিনে এবার মাল্টি-ইউজার সেটিংস -এ চোখে পড়ার মত বেশ কিছু সুবিধা যুক্ত করেছে গুগল। এখন ব্যবহারকারীরা চাইলে পরিবারের ছোট সদস্যদের জন্য “রেসট্রিক্টেড প্রোফাইল” তৈরি করতে পারবেন। অভিভাবকরা চাইলে এখন তাদের ডিভাইসের অ্যাপ্লিকেশনগুলোতেও বয়সভিত্তিক প্রাইভেসি দিয়ে রাখতে পারবেন।
যেমন আপনি যদি আপনার শিশুকে একটি পাজল গেম খেলতে দিতে চান কিন্তু গেমটিতে যদি শিশুদের জন্য আপত্তিকর কিছু পাজল থাকে, তাহলে চাইলেই আপনার শিশুর প্রোফাইলের জন্য গেমটি থেকে সেসব পাজল বাদ দিয়ে নির্দিষ্ট কিছু পাজল বাছাই করে দিতে পারবেন। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত নয় এমন আপত্তিকর বিজ্ঞাপন কিংবা এ ধরনের
 যেকোন কনটেন্ট থেকেও এটি শিশুদের রক্ষা করতে সাহায্য করবে। এছাড়া অ্যান্ড্রয়েড ৪.৩ -এ থাকছে বহুল আকাঙ্ক্ষিত “ব্লুটুথ স্মার্ট” যা “ব্লুটুথ লো এনার্জি” নামে পরিচিত।  ব্লুটুথ স্মার্ট মূলত আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি খুব বেশি খরচ না করেই ব্লুটুথ চালিত যেকোন অ্যাক্সেসরিজ আপনার ডিভাইসের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে।
অর্থাৎ অ্যান্ড্রয়েড ৪.৩ ব্যবহার করলে আপনার ব্লুটুথটি আগের চেয়ে কম এনার্জিতে কাজ করবে। ফলে আপনি ব্লুটুথ চালু রাখলেও আগের চেয়ে বেশি ব্যাকআপ পাবেন। মূলত স্মার্টওয়াচ কিংবা হেল্থ ও ফিটনেস ট্র্যাকারের মত গ্যাজেটগুলোর ব্যবহার বৃদ্ধির জন্যই গুগল এই নতুন সুবিধাটি নিয়ে এসেছে।
অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন -এ আরও থাকছে ওপেনজিএল ইএস ৩.০ (OpenGL ES 3.0) সাপোর্ট যা অ্যান্ড্রয়েড গেম ডেভলপারদের জন্য এক নতুন যুগের সূচনা করবে। ওপেনজিএল ইএস ৩.০ সমর্থনের কারণে এখন আগের চেয়েও ভাল গ্রাফিক্স রেন্ডারিং সম্ভব হবে। অর্থাৎ ১০৮০ পিক্সেল রেন্ডারিং এর পাশপাশি ভবিষ্যতের অ্যান্ড্রয়েড গেমগুলোতে লেন্স ফ্লেয়ারের মত অসাধারণ সব ভিজুয়াল ইফেক্টও দেখা যাবে বলে জানিয়েছে গুগল।


অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন এর আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো এর “ব্যাকগ্রাউন্ড ওয়াইফাই লোকেশন”। এর ফলে জিপিএস ছাড়াই শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করে লোকেশন বেস্ড অ্যাপ্লিকেশনগুলোর কাজ চালিয়ে যেতে পারবেন। মূলত ব্যাকআপ বৃদ্ধির পাশাপাশি “গুগল নাও” এর সার্ভিসটি আরও উন্নত করতেই গুগল এই সুবিধাটি যুক্ত করেছে। তবে একদম সূক্ষ্মভাবে অবস্থান নির্ণয়ের জন্য যে সেই জিপিএস এর উপরই নির্ভর করতে হবে সেটা জানাতেও ভুল করেনি গুগল।
এছাড়া গুগলের এই নতুন আপডেটটিতে ক্যামেরা অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এই ইন্টারফেসে আগের চেয়েও স্পষ্ট ছবি ধারণ করা সম্ভব হবে। এছাড়া “গুগল কিপ” অ্যাপ্লিকেশনটিকেও অ্যান্ড্রয়েড ৪.৩ -এ সিস্টেম অ্যাপ্লিকেশন হিসেবে যুক্ত করা হয়েছে। এর বাইরে এতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, মোবাইল ডাটার কিছু বাগ ফিক্স করা সহ আগের চেয়েও উন্নতমানের ব্যাটারি ম্যানেজমেন্ট সুবিধা যুক্ত করা হয়েছে যা ডিভাইসের ব্যাকআপ বৃদ্ধিতে সহায়তা করবে।
গুগলের এই নতুন আপডেটটি আজ থেকেই আগের নেক্সাস ডিভাইসগুলোতে, অর্থাৎ নেক্সাস ৪, নেক্সাস ১০, প্রথম জেনারেশন নেক্সাস ৭ এবং গ্যালাক্সি নেক্সাসে আসতে শুরু করবে। আর এইচটিসি ওয়ান এবং গ্যালাক্সি এস৪ এর গুগল এডিশনের জন্যও খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ৪.৩ আসবে বলে জানায় গুগল। তাছাড়া সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭ তো বাজারেই আসছে অ্যান্ড্রয়েড ৪.৩ এর মাধ্যমে।
কিছুদিন আগেই আগের সব অ্যান্ড্রয়েডে সংস্করনকে হার মানিয়ে ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে জেলি বিন। আর সেই জনপ্রিয়তাকে কেন্দ্র করেই গুগল নিয়ে এসেছে জেলি বিনেরই নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৩। আপনার কী মনে হয় গুগল তাদের নতুন এই আপডেটটির মাধ্যমে জেলি বিন এর জনপ্রিয়তাকে নতুন এক পর্যায়ে নিয়ে যেতে পারবে? অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন সম্পর্কে আপনাদের যেকোন মতামত আমাদের অবশ্যই জানাবেন।
জীবনে সফল হতে চাইলে, ৬টি ব্যর্থতার স্বাদ নিন

সফলতা কখনো সহজে আসে না এবং সফলতার কোন ফর্মুলাও নেই। জীবনের প্রতিটি ধাপে মানুষ ঠেকে ঠেকেই শেখে। এবং নিজের বিফলতা ও ভুলগুলো ঠেকে যারা শিক্ষা নিতে পারেন, প্রকৃত পক্ষে তাঁরাই হতে পারেন জীবনে সত্যিকারের সফল।
এবং যারা একই ভুলের পুনরাবৃত্তি করতেই থাকেন, বলাই বাহুল্য যে তাঁদের স্থান হয় সময়ের প্রবাহে। ব্যর্থতাকে ভয় পাবার কিছু নেই, বরং এক একটি ব্যর্থতা আপনাকে অনেক বেশী অভিজ্ঞ ও সাহসী করে তোলে।
যে মানুষটি জীবনে বারবার ব্যর্থ হয়ে সফল হয়েছেন, তিনি নিঃসন্দেহে অনেক বেশী জানেন জীবন সম্পর্কে এবং অনেক বেশী অভিজ্ঞ। সফলতা চাই জীবনে? তাহলে জেনে রাখুন কোন ব্যর্থতার স্বাদগুলো আপনাকে চেখে দেখতেই হবে।
১) সত্যিকারের ভালোবেসেও ব্যর্থতা
কাউকে খুব চাইলে, খুব ভালবাসলেন, খুব চেষ্টা করলে সম্পর্কটি ধরে রাখার। কিন্তু তারপরও মিষ্টি মুহূর্ত গুলো ফসকেই গেলেও হাত থেকে, সম্পর্কের ভাঙন আপনাকে ঠেলে দিল ব্যর্থতার অন্ধকারে। ভাবছেন এ থেকে আবার ভালো কী হতে পারে? সম্পর্কের ক্ষেত্রে পাওয়া এই ভীষণ কষ্টই আপনাকে শেখাবে নিজেকে ভালবাসতে এবং ভবিষ্যতে এমন ভুল আর না করতে।
২) পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়া
পরীক্ষায় বাজে ফল জীবনে সকলেই কখনো না কখনো করেন। এবং এই জিনিসটিই লেখাপড়ায় খুব সিরিয়াস হতে শেখায়। এমন অনেককেই দেখতে পাবেন যারা জীবনে কখনো অকৃতকার্য হবার পর লেখাপড়ায় এতটাই ভালো হয়ে গিয়েছেন যে আশার চাইতেও অনেক ভালো ফল করেছেন।
৩) হয়তো একটি বাজে চাকরি
একটি বাজে চাকরি করা বা চাকরি নির্বাচনে ভুল করা কিংবা চাকরি করতে গিয়ে ব্যর্থতা আমাদের বুঝতে শেখায় যে আসলেই জীবনে কোন কাজটি করতে চাই আমরা বা কোন কাজটিকে পেশা হিসাবে বেছে নিতে চাই।
৪) একটি প্রিয় বন্ধুত্বের ব্যর্থতা
সম্পর্ক ব্যর্থ হয়ই, এটাই সম্পর্কের ধর্ম। সব সম্পর্কই চিরকাল টিকে থাকে না। তবে হ্যাঁ, একটি দারুণ বন্ধুত্বের ভাঙন জীবন সম্পর্কে আপনাকে যা সিক্ষে দিতে পারবে, সেটা আর কিছুই নয়।
৫) খুব করে কিছু একটা চেয়েও না পাওয়া
কখনো কখনো এমন হয়, কিছু একটা আমরা খুব করে চাই এবং সেটা পাবার জন্য প্রচদন পরিশ্রম করি। কিন্তু কোন একটা কারণে সেটা আর আমাদের পাওয়া হয়ে ওঠে না। এই ভীষণ ব্যর্থতা মারাত্মক কষ্ট দেয় ঠিকই, সাথে এটাও শিখিয়ে যায় যে জীবনে চাইলেই সবকিছু পাওয়া যায় না।
৬) কিছু সময়ের আর্থিক বিপর্যয়
আপনার আর্থিক সচ্ছলতা থাকুক বা না থাকুক, জীবনে একবার হলেও আর্থিক বিপর্যয় জিনিসটা খুবই জরুরী। এই বিষয়টি টাকার গুরুত্ব বুঝতে শেখায় এবং ভিবিসশত পরিকল্পনা আরও সাবধানে করতে শেখায়।
ল্যাপটপ ব্যবহারের কিছু টিপস

















  • ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারি আয়ু কমে যাবে।
  • ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন
  • মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন।
  • ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
  • দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।
  • হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি র‌্যাম অনেক বেশি পাওয়ার নেয়।
  • এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
  • শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
  • ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
  • হার্ডডিস্ক ও সিপিইউ-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না।
  • অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
  • মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner, Ram Optimi“er, Mem Monster, Free Up Ram, Super Ram নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন।
  • আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।
স্মার্টফোনে ভুলে ডিলিট হওয়া ফাইল ফিরে পাবেন কিভাবে?






















অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যদি ভুল করে কোন তথ্য মুছে ফেলেন তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। গুগল প্লে’তে এমন এক অ্যাপ.......................................রয়েছে যার মাধ্যমে আপনি মুছে ফেলা ফাইল ফেরত আনতে পারবেন। অ্যাপটির
নাম ‘রিসাইকেল বিন’। এই অ্যাপ কম্পিউটারের রিসাইকেল বিনের মতোই কাজ করে। ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো এ অ্যাপে জমা থাকবে। ফলে অ্যাপটিতে গিয়ে প্রয়োজনীয় ফাইলটি উদ্ধার করা যাবে। বাড়তি সুবিধা হলো এটি ইন্টারনেট
ছাড়াও কাজ করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে অডিও- ভিডিও, ছবি, ডকুমেন্টসহ সব ধরনের ফাইল সমর্থন করা। অ্যাপটির মাধ্যমে এক ক্লিকে ডিলিট
হওয়া ফাইলকে রিস্টোর করা যাবে।
ইন্টারনেট সংযোগ ছাড়াও
অফলাইনে কাজ করবে অ্যাপটি।
একটি নির্দিষ্ট সময় পর ব্যাকআপ
ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার
করার ফিচার রয়েছে এতে। অনেক
সময় ডিলিট হওয়া অযথা অনেক ফাইল
জমা হয়ে স্মার্টফোনের
মেমোরি দখল করে রাখে। এ ফিচার
সেই সমস্যাও দূর করবে। জাপানি,
ফ্রেঞ্চ, চাইনিজ, জার্মানিসহ
অনেক ভাষা সমর্থন করে এ অ্যাপটি।
বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড
করা যাবে গুগল প্লে থেকে।

কীভাবে Windows 10 ইন্সটল দিবেন ... বিস্তারিত জানুন ছবিসহ ।




আসসলামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। অনেকদিন পর আসলাম আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে। যাই হোক, এবার মূল বিষয়ে আসি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম উইন্ডোজ ১০ ইন্সটল প্রক্রিয়া। যদিও অনেকেই ইন্সটল করে ব্যবহার করছেন ও পারেন, তবুও যারা পারে না বা পারছেন না তাদের জন্য আশা করি এটা উপকার হবে...........................।

  • প্রথমেই আপনার আপনার ফাইলগুলো ব্যাকআপ করে নিন (সি ড্রাইভের অন্তর্গত)।
  • এবার Windows 10 DVD/USB প্রবেশ করান ও কম্পিউটার রিস্টার্ট করুন।
  • Press any key to boot.. আসবে, যেকান একটি কী চাপুন।

  • আপনার ভাষা + অন্যান্য সেটিং করে এগিয়ে যান। (যে ভাবে আছে সেভাবে রেখেই এগিয়ে যান)।

  •  Install now এ ক্লিক করুন।

  •  I accept the license terms এ টিক চিহ্ন দিয়ে Next করুন।

  • আপনি যদি উইন্ডোজকে আপগ্রেড করতে চান তাহলে Upgrade এ ক্লি করুন। নতুন করে ইন্সটল করতে Custom এ ক্লিক করুন।

  • আগের যদি পার্টিশান করা থাকে তাহলে সি ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করুন অথবা আপনার পছন্দমত ড্রাইভে ইন্সটল করুন। পার্টিশান করা না থাকলে পার্টিশান করে নিয়ে ইন্সটল করুন।
  • যে ড্রাইভে উই্ন্ডোজ ইন্সটল করবেন, ফরম্যাট করে নিবেন। এজন্য Format বাটনে ক্লিক করে ফরম্যাট করুন।

  • উইন্ডোজ ১০ ইন্সটল কার্যক্রম শুরু….


  • ইন্সটল শেষে কম্পিউটার রিস্টার্ট  নিবে অটোমেটিক।

  • রিস্টার্টের পর…

  • কম্পিউটার আবার রিস্টার্ট নিবে…

  • Use express settings এ ক্লিক করে এগিয়ে যান।

  • আর যদি কাষ্টমাইজ করেন তাহলে নিচের মতো আসবে (পরবর্তী তিনটি ছবি)।

  • ইউজার নেম দিন। পাসওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন।

  • Finish বাটনে ক্লিক করুন।


  • দেখতে দেখতে আমরা টিউটোরিয়াল শেষ করার পাশাপাশি উইন্ডোজ ১০ও ইন্সটল করে ফেললাম। :) :D

  • মাদের সাথে থাকার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন  ।


বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ




বাংলাদেশের মানুষের জন্য  নতুন খবর। বাংলাদেশের স্বাধীনতার মাসের শেষ দিকে মুঠোফোনে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের গ্রাহক। ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের অধীনে  বিনা খরচে ইন্টারনেট ব্যবেহারের সুযোগ দিবে কোম্পানিটি। প্রাথমিক ভাবে ফেসবুক, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্মস পোর্টাল, উইকিপিডিয়া, দুটি পত্রিকাসহ মোট ছয়টি পোর্টাল ব্যবেহারের সুযোগ মিলবে বলে জানা গেছে।





সূত্রমতে, ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে পোর্টালগুলোতে মোবাইল উপযোগী হওয়ার পাশপাশি এতে বেশি ছবি দেখা যাবে না। একইসঙ্গে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা যাবে না এমন অনেক শর্ত দিয়েছে সম্প্রতি বাংলাদেশ সফর করা ফেসবুকের (ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প) ১০ সদস্যের টিম।

শর্তমেনে ওয়েবের কাজ শুরু করতে যাচ্ছে সংশ্লিষ্টরা। ফলে সেবা চালু হলেও ইন্টারনেট ডট আরজি অ্যাপ এবং সরাসরি দু’ভাবেই ব্যবহার করা যাবে। অ্যাপ বা সরাসরি (ইন্টারনেট ডট ওআরজিতে লগ-ইন করে) সংশ্লিষ্ট সাইটে প্রবেশ করলে সেই সাইটের বাণিজ্যিক কনটেন্ট (বিজ্ঞাপন) দেখা যাবে না। তবে তথ্য সম্পর্কিত সব কিছুই দেখা যাবে।
ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের দক্ষিণ পূর্ব এশিয়ার সমন্বয়কারী দিপ্তি গোর শনিবার ঢাকা ছাড়ার আগে বিষটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বাংলাদেশে জিরো ইন্টারনেট প্রকল্প চালু করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। প্রকল্পের কাজও অনেক দূর এগিয়েছে।
এদিকে ইতিমধ্যেই এই প্রকল্পটি দেশে চালু করতে গ্রামীণফোন ও রবি’র সম্মতি পাওয়া গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসা উইকিপিডিয়া সহ-প্রতিষ্ঠাতা জিমিওয়েলস এক বৈঠকে এই উদ্যোগকে স্বাগত জানান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অপর অপারেটরগুলোর সঙ্গেও জিরো ইন্টারনেট প্রকল্প চালুর বিষয়ে এই প্রক্রিয়া নিয়ে কাজ চলছে।

অপরদিকে দিপ্তি গোরের নেতৃত্বে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প, ২০টি এনজিও, দুটি জাতীয় দৈনিক, মোবাইলফোন অপারেটরসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছে ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের একটি টেকনিক্যাল টিম। বৈঠকে বেশিরভাগ প্রতিষ্ঠানই বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী জানিয়েছেন, আনুষ্ঠানিকতা শেষে ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে প্রাথমিকভাবে আমাদের ৬টি পোর্টাল মোবাইল ব্যবহারকারীরা বিনা খরচে ব্যবহার করতে পারবেন।