যা লেখবেন কথা বলে শোনাবে কোন সফটওয়্যার ছাড়াই।

আজ আমি আপনাদের কাছে একটা মজার জিনিশ নিয়ে হাজির হলাম যা একবার আপনে লিখবেন আপনাকে কথা বলে শোনাবে। আমার কাছে মনে হল জাদু।

তাই আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের ও ভাল লাগবে।

ধাপ ১:নোটপ্যাড খুলেন Start>All Programs> Accessories থেকে।
ধাপ ২:নিচের কোডটি কপি করে নোটপ্যাড পেস্ট করেন।

Dim msg, sapi
msg=InputBox("Enter your text for conversion: For Ex. Kyrion.","faruk: Text2Speech Converter_tunerpage")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg
ধাপ ৩:ফাইল টি সেভ করেন খুলেন File>Save as
ধাপ ৪:নিচের ছবির মত আসবে ফাইল টি যেকোন নাম .vbs  সেভ করেন ।
14 আপনে যা লেখবেন কথা বলে শোনাবে কোন সফটওয়্যার ছাড়াই।
ধাপ ৫ :এখন খোলেন যে ফাইল টা সেভ করছিলেন ।
ধাপ ৬: এবার লিখেন যা কনভার্ট করে কথা সোনতে চান।
15 আপনে যা লেখবেন কথা বলে শোনাবে কোন সফটওয়্যার ছাড়াই।
ধন্যবাদ
Previous Post
Next Post

post written by: