আপনার পিসিকে বন্ধ করুন নির্দিষ্ট সময়ে খুব সহজেই!

প্রিয় বন্ধুরা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে প্রায় আমাদের কম্পিউটারকে নির্দিষ্ট সময়ে বন্ধ করার প্রয়োজন হয়ে উঠে। যেমন ধরুন আপনি ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড দিয়েছেন অথবা কম্পিউটার ভাইরাস স্ক্যান দিয়েছেন, যা
ডাউনলোড বা স্ক্যান করতে ৩০ মিনিট সময়ের প্রয়োজন। কিন্তু ৩০ মিনিট সময় প্রর্যন্ত কম্পিউটারের সাথে থাকা আপনার সম্ভব হচ্ছে । এখন আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটারকে নির্দিষ্ট সময় বন্ধ করার জন্য  সময় নির্ধারন করে চলে যেতে পারেন, যাতে করে কম্পিউটারটি নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়।

এটি করার জন্য অনেকেই অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। তবে এই পদ্ধতির মাধ্যমে কোন সফটওয়্যার ব্যবহার না করেই আপনার কম্পিউটার Shutdown অথবা Restart করতে পারবেন।
সেটিংসটি করার জন্য নিচের ধাপগুলো লক্ষ্য করুন
Desktop এর খালি যায়গায Right click করে New থেকে Shortcut click করুন।
Text box এ SHUTDOWN -s -t 30 টাইপ করে  Next>Finish click করুন।

Desktop এ দেখুন Shutdown.exe নামে একটি আইকন তৈরী হয়েছে।
আইকনটিতে ডাবল ক্লিক করে দেখুন System Shutdown নামে একটি Box দেখা যাচেছ এবং ৩০ সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারটি Shutdown হয়ে যাবে।
উলেখ্য যে, আপনি ৩০ সেকেন্ড এর বেশি সময় নির্ধারন করতে চাইলে SHUTDOWN -s –t এর পরে আপনার প্রয়োজন অনুযায়ী টাইম সেট করতে পারবেন। যেমন 20 মিনিটের জন্য 1200 second টাইপ করে দিতে পারেন।
Restart করার জন্য SHUTDOWN -s -t 30 “s” এর পরিবর্তে “r” টাইপ করে দিলেই নির্দিষ্ট সময়ে পিসি Restart হবে।
Previous Post
Next Post

post written by: