ফ্রী ইউস করুন রবি, জিপি, এয়ারটেল ও বাংলালিংক নেট



 ফ্রী ইন্টারনেট নিয়ে বিভিন্ন সাইটে, ব্লগে অনেক আর্টিকেল দেখলাম, এসব  আর্টিকেল  বিচার বিশ্লেষন করে আপনাদের জন্য ফ্রী ইন্টারনেট ব্যাবহারের কার্যকারী পদ্ধতিগুলো এখানে তুলে ধরলাম। আর আপনাদেরকে উপায় খুঁজে খুঁজে ক্লান্থ
হতে হবে না। এই পোস্টে সবই পাবেন, বুঝলেন তো! 
আর এখন থেকে ফ্রী ইউস করুন রবি, জিপি, এয়ারটেল ও বাংলালিংক নেট , আর যার যা মন চায়  তাই ডাউনলোড করুন, ভিজিট করুন ইন্টারনেট দুনিয়া।

http://www.iheartfris.co/wp-content/uploads/2012/11/free.jpeg

জিপি দিয়ে ফ্রী নেট:

পদ্ধতিঃ ১ 
 জাভা ফ্রী নেটঃ (বড ফাইল ডাউনলোড করার জন্য)

প্রথমে নিচের লিংক থেকে প্রভ ফাইলটা ডাউনলোড করে নিন।
GPMMS Prov.File by bappy

এরপর এটাকে ডিফল্ট সেটিংস হিসেবে সেট করুন।
এবার নিচের লিংক থেকে অপেরা গুলো ডাউনলোড করে নিন।
Opera_Mini_5.1_Gpmms_Mod_by bappy_For Java

Opera-MINI-v4.4_Gpmms_Mod_bappy_Java
অপেরা ইন্সটেল করার সময় Gp MMS সেটিংসটা ইউস করবেন। ইন্সটেল হওয়ার পর এই পদ্ধতিটা অনুসরণ করুন:
Settings-> Advanced>Protocol>HTTP
নোটঃ জাভা অপেরা গুলো সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কাজ করবে না। আরেকটা কথা আমি কিন্তু জাভা সেট ইউস করিনা তাই আমি সিওর না, তবে আসা করি কাজ করবে।
সিম্বিয়ান ফ্রী নেটঃ
প্রথমে নতুন Access point create একটা করুন নিচের নিয়ম অনুসারেঃ
1. Name: GP-MMS
2. APN: gpmms
3. Homepage: google.com
Goto Advanced Setting->
4. Proxy: 10.128.1.2
5. Port: 8080
এবার নিচের লিংক থেকে অপেরা ডাউনলোড করে নিন।
Opera 7.1 For S60v2

Opera 7.1 For S60v3+S60v5

ইন্সটেল করার সময় Gp MMS select করবেন।
ইন্সটেল হয়ে গেলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
Settings-> Advanced>Protocol>HTTP
নোটঃ সিম্বিয়ান অপেরা গুলো ২৪ ঘণ্টা কাজ করবে।

 পদ্ধতিঃ ২

 প্রথমে নিচের থেকে rana.prov file টা ডাওনলোড করে নিন। shyful.Prov
এরপর আপনার মোবাইল যদি নোকিয়া এবং জাবা হয় এই .prov file টা blue ftp দিয়ে bluetooth আছে এমন এক মোবাইলে কপি করুন ।নিচ থেকে blue ftp ডাওনলোড করুন।
Blue FTP.jar
তারপর বন্ধুর মোবাইল থেকে সরাসরি .prov file টা আপনার মোবাইলে ব্লুটুথ দিয়ে পা� ান।তারপর দেখবেন একটা কনফিগারেশন সেটিংস পাবেন সেটা সেভ করুন এবং settings এ যান এরপর configuration এরপরে default এ shyful select করুন এবং Active default in all application এ সিলেক্ট করুন।ব্যস আপনার সেটিংস কম্প্লিট।:)
সেটিংস করার আগে নিচ থেকে ওপেরা গুলো ডাওনলোড করে নিন।
1.opera5_modified_by shyful
2.mini44_modified_by_shyful.jar (208.25 KB)
3.Operamod421_mod_by_shyfuljar (558.16 KB)
4.Opera_Mini7_final_modified_by_ Rana.jar
সবার শুনতাছি একই সমস্যা।ওপেরা গুলো .zip format এ ডাওনলোড হচ্ছে।আপনারা একটা কাজ করেন আপনাদের ডিফল্ট মোবাইল ব্রাউজার দিয়ে সাইটটা ভিসিট করেন এবং ওপেরার ওপর ক্লিক করে ইন্সটল করেন অথবা ওপেরা টা .zip format এ ডাওনলোড করেন এবং Blue ftp ওপেন করে .zip কেটে দিন।এরপর blue ftp বন্ধ করে আপনার ওপেরা টা আবার rename করে .jar লাগিয়ে দেন।আপনার কাজ শেষ।
Symbian settings Proxy:80.239.242.253 Port:80 Apn:gpinternet


  পদ্ধতিঃ3
প্রথমে আপানার সিম এ P1 Package অ্যাক্টিভ করতে হবে । আর একটা কথা সিম এ কোন প্রকার টাকা রাখবেন না ।
আপনার মডেম অথবা PC SUITE এ Gpmms Config তৈরি করতে হবে ।
আপনি যদি মডেম ব্যবহার করেন তাহলে নিচের ধাপগুল অনুসরণ করেন ।
Modem এর Tools এ Click করেন । তারপর Options এ যান । তারপর Profile Management এ Click করেন । তারপর Add এ click করেন Configfilename=gpmms Dial Number=*99# Access Point=gpmms
ব্যাস তারপর OK করে বের হয়ে আসেন ।
 ফ্রী নেট চালান জিপি MMS দিয়ে

 ফ্রী নেট চালান জিপি MMS দিয়ে

 ফ্রী নেট চালান জিপি MMS দিয়ে
এবার এই সাইট থেকে Proxifier Software Download করেন ।
অথবা
                                                                                                                                                                    ডাউনলোড করার পর Extract করেন । File টা ওপেন করার সময় নাম ও Serial Key চাইবে । Serial Key Text File এ পাবেন । তারপর সফটওয়্যার ওপেন করার পর add a click করুন । সেখানে Proxy=10.128.1.2 এবং  Port=8080 বসান । Protocol Https mark করেন । তারপর Ok Press করে বের হয়ে আসেন । তারপর আবার ok করে বের হয়ে আসুন ।
 ফ্রী নেট চালান জিপি MMS দিয়ে
এবার মডেম এ Connect করেন
 ফ্রী নেট চালান জিপি MMS দিয়ে
কাজ শেষ । তারপর যে কোন একটি Browser ওপেন করেন । Google.com লিখে Search করেন দেখবেন সুন্দর ভাবে কাজ করছে। আর একটা কথা Gp mms 4 minute পরপর Disconnect হয়ে যায়। সমস্যা নেই Reconnect নামের একটি সফটওয়্যার বার বার disconnect হবার হাত থেকে বাঁচাবে । সফটওয়্যার ডাউনলোড Link  এইখানে
অথবা


রবি দিয়ে ফ্রী নেট: 

পদ্ধতিঃ১

এবার রবিতে ফ্রি ব্যবহারের পালা।এজন্য আপনাকে যা করতে হবে=> প্রথমে সেটিংস এ যান।তারপর configuration>p ­ersonal con.>addnew>web>acount name=rfree>home ­=robi wap.com>proxy enable>proxy adress=76.73.16 ­.123>port=80.তা ­ রপর এটা defult হিসেবে সেট করুন এবং ব্যবহার করুন। **কিন্তু এর আগে আপনারসিমটি অবশ্যই unbandle হতে হবে।বান্ডল অর্থাত্ যে সিমে আপনি*8999*00# ডায়েল করেছেন সেসব সিমে এটা ব্যবহার করতে পারবেন। 

এয়ারটেল ফ্রী নেটঃ  

পদ্ধতিঃ১
আমি বর্তমানে শুধু জাভা ডুয়েল সিম আর অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার কারীদের জন্য ফ্রি নেট ট্রিকটা দিবো । ( Airtel free net )

জাভা ডুয়েল সিম ব্যবহার কারী্রা প্রথমে নিচ থেকে .Prov file টা ডাওনলোড করুন।
Click Here TO Download
তারপর এটা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান সেখান থেকে আবার আপনার ফোন।
তারপর এই সেটিংস টা কনফিগারেশন থেকে ডিফল্ট হিসেব এক্টিভ করুন ।
তারপর আপনার ফোনের “0″ বাটন চেপে ধরুন । একটা পেইজ আসবে সেখান থেকে যেকোন সাইট ভিসিট করুন এবং আনলিমিটেড ফ্রী চালান ।
airtel
এন্ড্রয়েড সেটিংসঃ
Name:Airtel Free Net
proxy:141.0.11.253
port:80
apn:internet
home page:0.facebook.com/
এন্ড্রয়েড ব্যবহারকারীরা ওপরের সেটিংস টা করুন তারপর নিচের ওপেরা হ্যান্ডেলার টা ডাওনলোড করুন।
click here to download
তারপর এটা ওপেন করে নিচের মতো সেটিংস করুন
Front query:
0.facebook.com/ ["/" দিতে ভুলবেন না]
অথবা এন্ড্রয়েড ব্যবহার কারীরা এয়ারটেলের ডিফল্ট সেটিংস দিয়ে যেকোন হ্যান্ডেলার এ Real host ট্রিক ও ব্যবহার করতে পারেন।
Proxy type: real host
proxy server:0.facebook.com
আর কি ফ্রী চালান এয়ারটেল দিয়ে।
Note: আপনার ফোনে Mb রাখতে হবে কিন্তু তা কাটলেও অনেক সামান্য কাটবে । সেই Mb টা ফেইসবুক চ্যাট সফট অথবা Binu ব্যবহার করে খরচ করতে পারেন ।


পদ্ধতিঃ২

 সেটিংস্‌ টা নিয়ে নিন…

Settings For Symbian/China Set
Homepage:http://www.airtel.com.bd/
Proxy:076.073.016.122
Port:80 Apn:airtelinternet
জাভা সেট এর জন্য অপেরা মিনি ডাউনলোড করুন নিচের লিঙ্ক হতে…

অপেরা 7   http://www.2shared.com/file/s9cXWzSB/Opara_7_1_modified_by_A_A_MAMU.html
অপেরা 4   http://www.2shared.com/file/5UOimtIY/Opara_Mini_4_modified_by_A_A_M.html
আর PROV ফাইল নামাতে পারবেন এই লিঙ্ক থেকে
http://www.2shared.com/file/cNoyQigk/ConfigAAMAMUNbyAirtelfree_wwwN.html
আগেই বলছি যে এই ট্রিক্স টি সংগ্রহ করা


প্রথমেই আপনার এয়ারটেল সীমে ১ টা নেট প্যাকেজ এক্টিভ করে নিন।
আমি সাজেষ্ট করবো ৩০ টাকা দিয়ে ২০ এমবি প্যাকেজ টা নেয়ার জন্য।কারন এই প্যাকেজ এক্টিভের মাধ্যমে আপনি ১৫ দিন ফ্রী ব্যবহার করতে পারবেন।
প্যাকেজ এক্টিভ করতে ডায়াল করুন *121#
তারপর আপনার ফোন যদি নোকিয়া জাবা হয় তবে নিচের Prov file টা ডাওনলোড করে নিন।
Opera mini.prov
এই সেটিংস টা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান সেখান থেকে আবার আপনার ফোনে।যেহেতু বহুদিন আগে থেকে ব্যবহার করে আসছেন তাই এটা নিয়ে বেশী কিছু বলবো না।
তারপর আপনার ফোনের কনফিগারশন এ যান সেখান থেকে ডাউনলোড করা .prov  নামের সেটিংস টা ডিফল্ট করুন।
তারপর নিচের Active default in all app option টায় ক্লিক করুন।
সিম্বিয়ান,চায়না,এন্ড্রয়েড সেটিংসঃ
Name: airTel free
proxy:141.0.11.253
port:80
apn:internet
home page:ourtunesbd.com
তারপর নিচ থেকে আপনার চাহিদা অনুযায়ী ওপেরা মিনি ডাওনলোড করুন।
Get all opera for airTel free net
এন্ড্রয়েড ব্যবহারকারীরা ওপরের সেটিংস টা করুন তারপর নিচের ওপেরা হ্যান্ডেলার টা ডাওনলোড করুন।
Opera handler.apk
তারপর এটা ওপেন করে নিচের মতো সেটিংস করুন
Proxy type:http
proxy server:0.facebook.com
অথবা এন্ড্রয়েড ব্যবহার কারীরা এয়ারটেলের ডিফল্ট সেটিংস দিয়ে Real host ট্রিক ও ব্যবহার করতে পারেন।
Proxy type: real host
proxy server:0.facebook.com
আর কি ফ্রী চালান এয়ারটেল দিয়ে।খুব শীঘ্রই Uc সহ বাকী সব সফট আসছে। ;)
Note: আপনার ফোনে Mb রাখতে হবে কিন্তু তা কাটলেও অনেক সামান্য কাটবে।সেই Mb টা ফেইসবুক চ্যাট সফট অথবা Binu ব্যবহার করে খরচ করতে পারেন। ~ সংগ্রহিত

 বাংলালিংক ফ্রী নেট ঃ
“বর্তমানে বাংলালিংকের কোন ফ্রি ইন্টারনেট সুবিধা নেই। বিভিন্ন ফেইসবুক পেইজ, ব্লগ থেকে ফ্রি ইন্টারনেটের কথা বলা হয়। এই ধরনের গুজবে কান দিবেন না।”
ঠিক ৩ দিন আগে বাংলালিংকের ফেসবুক ফ্যান পেজে এমন একটা পোস্ট করা হয়েছিল । শুনে খুব মজা পেয়েছিলাম । গ্রামীণফোন , এয়ারটেল যেখানে সম্মিলিত ভাবে **** খাচ্ছে সেখানে বাংলালিংক ক্যাঙ্গারুর মত লাফাচ্ছে । তাই আজ হাজির হলাম বাংলালিংক সিম দিয়ে ফ্রী নেট চালানোর সিস্টেম নিয়ে । বক বক বাদ দিয়ে কাজের কথাই আসি ।
সিন্দুক থেকে একটা বাংলালিংক সিম খুজে বের করুন যেটাতে আল্লাহ্‌র অশেষ রহমতে ১ পয়সাও নাই । এবার P1 লিখে একটা এস এম এস পাঠাই দিন 3343 নাম্বারে । ব্যাস হয়ে গেলো নেট চালু ।
এবার আপনার ফোনে নিচের মত ম্যানুয়াল কনফিগারেশন করে নিন ।
Name = TipsTune.com
Apn= internet
Proxy= 080.239.242.241
Port= 80

নিচের স্ক্রিনশট দেখুন = = >

আর কোন কিছু লিখবেন না । এটাকে ডিফল্ট কনফিগারেশন হিসেবে সিলেক্ট করুন ।
এবার ঘ্যাচাং করে নিচের লিঙ্ক থেকে ওপেরা মিনি লেটেস্ট ভার্শনের Handler টা ডাউনলোড করে নিন । তবে যে কোন ওপেরা Handler এ কাজ হবে ।
http://f14.wapkafiles.com/download/7/2/4/2005001_724c3544fcbfe4175ea7d649.apk/f220163092a161e39f1d/Opera.Mini.753.hui.Anik%28TipsTune.com%29.apk
ডাউনলোড শেষ হলে আগের কোন ওপেরা মিনি থাকলে সেটা রিমুভ করে এটা সেটআপ দিয়ে ফেলুন । এটা ওপেন করলে Child Lock নামের একটা কোড চাইবে । ওখানে দিন -
www. nextwap. net
[মাঝে কিন্তু স্পেস দেবেন না]

নিচের স্ক্রিন শট দেখুন =

এরপর ওকে প্রেস করলে একটা Handler মেনু ওপেন হবে । নিচের দিকে Remove Port এ টিক মেরে দিন । Proxy Type সিলেক্ট করুন HTTP
নিচে Proxy Server এ লিখুন –
0.facebook.com:80
বুঝতে না পারলে নিচের স্ক্রিন শট দেখুন == >

কাজ শেষ । Save এ ক্লিক করুন । বারবার Handler মেনু দেখতে না চাইলে Show On Start এর টিক টা তুলে দিন ।
এবার ওপেরা মিনি সেট আপ নেবে । সেট আপ শেষ হলে ব্রাউজার রেডি । এবার এখানে যান =
Settings == Advanced == Protocol == HTTP করে দিন ।
আপনি সরাসরি কোন সাইট ভিজিট করতে পারবেন না কিন্তু । ওপেরার অ্যাড্রেস বারে নিচের কোডটি লিখুন =
0.facebook.com/l.php?u= কাঙ্খিত address [ অবশ্যই http:// - এটা সহ ]
উদাহরণ স্বরূপ ভিজিট করুন আমাদের সাইটঃ
0.facebook.com/l.php?u=http://kicirmicir.blogspot.com
এবার নিচের দিকে Confirm তে ক্লিক করুন । তাইলেই আপনি কাঙ্খিত লিঙ্কে ঢুকতে পারবেন । হয়ে গেলো কাজ । নিচের স্ক্রিন শট দেখুন == >

এই পদ্ধতি ১০০% কাজ করছে । ট্রাই করে দেখুন । ব্যালেন্সে কিন্তু ভুলেও টাকা রাখবেন না । ঘ্যাচাং করে কেটে নেবে । আশা করি সবাই সফলভাবে কাজগুলো শেষ করতে পারবেন ।

Previous Post
Next Post

post written by: