যারা এখনো পিসিতে ফ্রী জিপি ইন্টারনেট ব্যাবহার করেননি তাদের জন্য আজকের এই পোস্ট। নিম্নে পদত্ত নিদ্দের্শনাবলি মেনে আপনারা ফ্রী জিপি ইন্টারনেট ব্যাবহার করতে পারেন। যারা ডাউনলোড পাগল তারা পাগলামি আরও বাডিয়ে দেন এই ফ্রী ইন্টারনেট সুবিধা ভোগ করে। এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই । তাও আরেকবার বললাম । প্রথমে প১ প্যাকেজ বা অন্য কোনও প্যাকেজ একটিভ করুন ।
পিসি সুইট সেটআপ:
১ নোকিয়া পিসি সুইট ওপেন করুন connect to the internet এ ক্লিক করুন ।
২ এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে ক্লিক করুন । ৩ এখন Configure the Connection Manually অপশনে এ ক্লিক করে next ক্লিক করুন ।
৪ এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।
এরপর কানেক্ট দিন।
জিপি মোডেম সেটিং:
১ গ্রামীণমোড মডেম সফটটি ওপেন করুন । এরপর টুলস>অপশন এ যান ।
২ টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান ।
৩ এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:
Profile Name: GPMMS
APN Type: Static
APN: gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৪ এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেক্ট দিন ।

এ পদ্ধতি ফলো করুন (মোবাইলের জন্য)=
রুটেড আনরুটেড সকল ডিভাইসের GP free internet জন্য। এজন্য প্রয়োজন হবে OperaMini অথবা UC Browser এবং একটি জিপি সিম। শুরতেই আপনার ডিভাইসটি কনফিগার করে নিতে হবে। এজন্য নিচে ফলো করুন, settings *wireless & networks *Mobile networks এ যান। যদি আপনি ডুয়েল সিম ইউজ করে থাকেন তাহলে Mobile networks এ প্রবেশ করার পর সিম সিলেক্ট করতে হবে। যদি জিপি সিমটি SIM1হয় তাহলে subscription 1 সিলেক্ট করুন। আর যদি জিপি সিমটি SIM2 হয় তাহলে subscription2 সিলেক্ট করুন। ধরুন আপনার জিপি সিমটি সিম 1এ আছে। তাহলে subscription 1 সিলেক্ট করে এরপর Access Point Names এ প্রবেশ করুন। মেনু বাটন প্রেস করে new APN এ ক্লিক করুন। এবার এভাবে কনফিগার করে নিন; name: GP-INTEWRNET APN: gpinternet Proxy 80.239.242.112 port: 80 MCC:470 MNC 1 এবার এই কনফিগারেশনটি ডিফল্ট হিসেবে সেট করুন। এখন আপনাকে একটি হান্ডেলার OperaMini Or UC Browser ডাউনলোড করতে হবে। এটি ইনস্টল করার পুর্বে আপনার মোবাইলে যদি কোনো OperaMini Or UC Browser ইনস্টল করা থাকে তাহলে সেটি আনইনস্টল করে নিন। এবার মোবাইলের ডাটা অন করে অপেরাটি ওপেন করুন। OperaMini Or UC Browser ওপেন করলে একটি হ্যান্ডেলার মেনু দেখতে পাবেন। এখান থেকে proxy type এ HTTP সিলেক্ট করুন। proxy Server বক্সে টাইপ করুন internet.grameenphone.com এবার save প্রেস করুন। আপনি যদি সবকিছু ঠিকমতো করতে পারেন তাহলে অপেরমিনিটি ইনস্টল হবে। Download Opera Mini

এই পদ্ধতি ও কাজে লাগাতে পারেন =
এটি করতে গেলে আপনার যা যা প্রয়োজন হতেপারে ↓
নিচের চিত্র দেখে নিতে পারেন ↓
এরপর নিচের মত একটি ছবি আসবে , এখানে HTTP proxy ঘরে 66.90.79.172 লিখুন port ঘরে 80 দিন Ok চেপে বেড়য়ে আসুন…।।
এইবার মোডেম কানেক্ট করুন , এড্রেসবারে আপনার URL লিখে ইন্টার চাপুন এবার নিচের মত একটা পেজ আসবে ↓

আবার এই খালি ঘরে এড্রেস লিখে Go এ ক্লিক করুন……………………।।
আর ইন্টারনেট ইউস করুন, ফ্রী………………।। আপনার সিম থেকে কোন বেলেন্স কাটবেনা………।
এইবার প্রান খুলে ইন্টারনেট ইউস করুন …………………………।
আর যদি ডাউনলুড করতে চান তবে শুধু ব্রাউজার দিয়ে ডাউনলুড করুন, কারন আপনি শুধু বারউজার এর আইপি পরিবর্তন করেছেন………।
বি.দ্রঃ আপনার পিসি তে যদি Skype বা এ জাতিও চ্যাট সফটওয়্যার সেটআপ দেয়া থাকে , তবে এগুলো ডিজেবল রাখুন, কেননা এগুলো আপনার সিম থেকে বেলেন্স কাটবে, কারন আপনি এগুলর IP পরিবর্তন করেননি…………।।

২। ১ টি GP সিম
৩। ১ টি কম্পিটার
২। তারপর http://www.pdproxy.com/signup.htm থেকে একটি একাউন্ট করেন।
৩। তারপর আপনার GP মডেম টি কম্পিউটারে কানেক্ট করুন।
৪। আপনার সিমে যে কোন একটি pakage(যেমন P1 send 5000) চালু করেন। আপনার কোন টাকা কাটবে না।
৫। আপনার download করা আনজিপ করা ফোল্ডারে দেখেন PD-launcher নামে একটি ফাইল আছে । PD-launcher ক্লিক করেন।
৬। yes চাইলে yes দেন।
৭। সেখানে আপনি যে একাউন্ট করেছিলেন, তার উজারনেম ও পাসওয়াড দিয়ে কানেক্ট করেন।
৮।কানেক্ট হলে আপনি ইচ্ছা মত ইন্টারনেট ইউস করতে পারবেন ।

১ নোকিয়া পিসি সুইট ওপেন করুন connect to the internet এ ক্লিক করুন ।
২ এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে ক্লিক করুন । ৩ এখন Configure the Connection Manually অপশনে এ ক্লিক করে next ক্লিক করুন ।
৪ এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।
এরপর কানেক্ট দিন।
জিপি মোডেম সেটিং:
১ গ্রামীণমোড মডেম সফটটি ওপেন করুন । এরপর টুলস>অপশন এ যান ।
২ টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান ।
৩ এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:
Profile Name: GPMMS
APN Type: Static
APN: gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৪ এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেক্ট দিন ।

এ পদ্ধতি ফলো করুন (মোবাইলের জন্য)=
রুটেড আনরুটেড সকল ডিভাইসের GP free internet জন্য। এজন্য প্রয়োজন হবে OperaMini অথবা UC Browser এবং একটি জিপি সিম। শুরতেই আপনার ডিভাইসটি কনফিগার করে নিতে হবে। এজন্য নিচে ফলো করুন, settings *wireless & networks *Mobile networks এ যান। যদি আপনি ডুয়েল সিম ইউজ করে থাকেন তাহলে Mobile networks এ প্রবেশ করার পর সিম সিলেক্ট করতে হবে। যদি জিপি সিমটি SIM1হয় তাহলে subscription 1 সিলেক্ট করুন। আর যদি জিপি সিমটি SIM2 হয় তাহলে subscription2 সিলেক্ট করুন। ধরুন আপনার জিপি সিমটি সিম 1এ আছে। তাহলে subscription 1 সিলেক্ট করে এরপর Access Point Names এ প্রবেশ করুন। মেনু বাটন প্রেস করে new APN এ ক্লিক করুন। এবার এভাবে কনফিগার করে নিন; name: GP-INTEWRNET APN: gpinternet Proxy 80.239.242.112 port: 80 MCC:470 MNC 1 এবার এই কনফিগারেশনটি ডিফল্ট হিসেবে সেট করুন। এখন আপনাকে একটি হান্ডেলার OperaMini Or UC Browser ডাউনলোড করতে হবে। এটি ইনস্টল করার পুর্বে আপনার মোবাইলে যদি কোনো OperaMini Or UC Browser ইনস্টল করা থাকে তাহলে সেটি আনইনস্টল করে নিন। এবার মোবাইলের ডাটা অন করে অপেরাটি ওপেন করুন। OperaMini Or UC Browser ওপেন করলে একটি হ্যান্ডেলার মেনু দেখতে পাবেন। এখান থেকে proxy type এ HTTP সিলেক্ট করুন। proxy Server বক্সে টাইপ করুন internet.grameenphone.com এবার save প্রেস করুন। আপনি যদি সবকিছু ঠিকমতো করতে পারেন তাহলে অপেরমিনিটি ইনস্টল হবে। Download Opera Mini

এই পদ্ধতি ও কাজে লাগাতে পারেন =
এটি করতে গেলে আপনার যা যা প্রয়োজন হতেপারে ↓
- একটি জিপি সিম ও মোডেম ( আমি জিপি দিয়ে ইউস করি আপনি অন্য সিম দিয়েও ট্রায় করতে পারেন)
জিপি সিম এ P1(p1 লিখে 5000 নাম্বার এ মেসেজ দিন) চালো করে রাখুন , সিমে নুন্নতম কিছু বেলেন্স রাখুন ইন্টারনেট কানেকশন নেয়ার মত ২টাকা থাকলেও হবে… - ব্রাউজার ঃ মজিলা ফাইয়ার ফক্স/কমেড বার্ড (আপনি অন্য গুল ইউস করতে পারেন)
নিচের চিত্র দেখে নিতে পারেন ↓
এরপর নিচের মত একটি ছবি আসবে , এখানে HTTP proxy ঘরে 66.90.79.172 লিখুন port ঘরে 80 দিন Ok চেপে বেড়য়ে আসুন…।।
এইবার মোডেম কানেক্ট করুন , এড্রেসবারে আপনার URL লিখে ইন্টার চাপুন এবার নিচের মত একটা পেজ আসবে ↓

আবার এই খালি ঘরে এড্রেস লিখে Go এ ক্লিক করুন……………………।।
আর ইন্টারনেট ইউস করুন, ফ্রী………………।। আপনার সিম থেকে কোন বেলেন্স কাটবেনা………।
এইবার প্রান খুলে ইন্টারনেট ইউস করুন …………………………।
আর যদি ডাউনলুড করতে চান তবে শুধু ব্রাউজার দিয়ে ডাউনলুড করুন, কারন আপনি শুধু বারউজার এর আইপি পরিবর্তন করেছেন………।
বি.দ্রঃ আপনার পিসি তে যদি Skype বা এ জাতিও চ্যাট সফটওয়্যার সেটআপ দেয়া থাকে , তবে এগুলো ডিজেবল রাখুন, কেননা এগুলো আপনার সিম থেকে বেলেন্স কাটবে, কারন আপনি এগুলর IP পরিবর্তন করেননি…………।।
ফ্রী ইন্টারনেট চালান জিপিতে আজীবনের জন্য
ইন্টারনেটের বিশাল দুনিয়ায় সবাই চায় আরেকটু বেশী সময় থাকতে। কিন্তু বর্তমান বাংলাদেশে নেটের মূল্য সাধারণ মানুষের ক্রয়মূল্যের সীমার বাহিরে। ফলে অনেকেই ইন্টারনেটের বিশাল রাজ্যের জ্ঞানভান্ডার থেকে বিচ্ছিন্ন। এরফলে অনেক প্রতিভাবান ইন্টারনেট ব্যবহারকারীই বঞ্চিত হচ্ছেন বিশ্বে ঘটে যাওয়া নানান সব ঘটনা আর বিভিন্ন ফিচার থেকে। কিন্তু তাই বলে কিন্তু হাতপা গুটিয়ে বসে থাকলে কিন্তু কিছুই সাধন করা সম্ভব নয়। কিন্তু একটা ছোট ট্রিকস ব্যবহার করে খুব সহজেই এ সমস্যার সমাধান করা যায়। আর তা হলো Proxy । আশা করি নতুন করে এ সম্পর্কে কিছু বলতে হবে না।
যা যা লাগবেঃ
১। ১ টি মডেম২। ১ টি GP সিম
৩। ১ টি কম্পিটার
কার্য প্রণালীঃ
১। প্রথমে http://www.pdproxy.com/download/PD-Proxy_VPN.zip থেকে সফটওয়ার টি download করে আনজিপ করুন।২। তারপর http://www.pdproxy.com/signup.htm থেকে একটি একাউন্ট করেন।
৩। তারপর আপনার GP মডেম টি কম্পিউটারে কানেক্ট করুন।
৪। আপনার সিমে যে কোন একটি pakage(যেমন P1 send 5000) চালু করেন। আপনার কোন টাকা কাটবে না।
৫। আপনার download করা আনজিপ করা ফোল্ডারে দেখেন PD-launcher নামে একটি ফাইল আছে । PD-launcher ক্লিক করেন।
৬। yes চাইলে yes দেন।
৭। সেখানে আপনি যে একাউন্ট করেছিলেন, তার উজারনেম ও পাসওয়াড দিয়ে কানেক্ট করেন।
৮।কানেক্ট হলে আপনি ইচ্ছা মত ইন্টারনেট ইউস করতে পারবেন ।