ইন্টারনেটের স্পিড বারান, মজিলা ফায়ারফক্সকে করুন আরও দুর্দান্ত

বর্তমান সময়ের জনপ্রিয় ব্রাউজার এর কথা আসলে সবার প্রথমে মোজিলা ফায়ারফক্স এর নামই উঠে আসবে। মোজিলা ফায়ারফক্স তার দুর্দান্ত  গতি আর এক্সটেন্সান দিয়ে ছিনিয়ে নিয়েছে জনপ্রিয়তা। আর দিন দিন আপগ্রেড এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছে  প্রভাব বিস্তার এর ক্ষমতা। এই টিপস এর মাধ্যমে মজিলা ফায়ারফক্সকে আরও আরামদায়ক করুন। 
প্রথমেঃ
১। মজিলা অপেন করে এড্রেসবারে টাইপ করুন about:config enter দিন একটা লিখা আসে এরকম "i will be careful, i promise" OK দিয়ে ভিতরে ঢুকুন।

২. উপরে লিখা আছে "filter" পাশে একটু খালি জায়গা লিখার জন্য, তাই না? ঐ খালি জায়গায় লিখুন network.http.


৩। এখন নিচের কাজ গুলো করুন

•network.http.pipelining: ডাবল ক্লিক এটাকে true করে দিন।
•network.http.proxy.pipelining: ডাবল ক্লিক এটাকে true করে দিন।
•network.http.pipelining.maxrequests: ডাবল ক্লিক করে 8 করে দিন।
•network.http.max-connections: ডাবল ক্লিক করে 96 করে দিন।
•network.http.max-connections-per-server: ডাবল ক্লিক করে 32 করে দিন।

http://www.bubblews.com/assets/images/news/454551479_1368129288.jpg ৪। আমরা অনেক সময় বড় বড় ফাইল ডাউনলোড করলে এন্টি ভাইরাস সেটা স্কেন করা শুরু করে, সেটা বন্ধ করতে চাইলে filter এর জায়গায় এটা লিখে খুজে বের করে ডাবল ক্লিক করে এটার মান false করে দিন।
browser.download.manager.scanWhenDone

৫। যে কনো লিংকে ক্লিক করলে নিউ টেব আসবে, এমন করতে চাইলে, এটা খুজে true করে দিন।

browser.search.openintab

৬। ফায়ারফক্স সব গুলো লাইনে স্পেল চেক করে না, যদি চান সব গুলো টেক্সট বক্সে স্পেল চেক করুক তাহলে

layout.spellcheckDefault খুজে ডাবল ক্লিক করে 2 করে দিন
 
http://www.technobuffalo.com/wp-content/uploads/2013/03/mozilla-firefox-addons-real-fire-fox.jpg
Previous Post
Next Post

post written by: