ফ্রী জিপি ইন্টারনেট ব্যবহার করুন নতুন প্রক্সি দিয়ে (Updated)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHbOQ4doGoY_1O0daOGoNtKhch7kX48CRIVlHeILL9fPogZbS8SeuT8liZaY6JaVIJh8BiyrbxKbcTPWOX030m_H5LhRtReOW81zZCETGPj6BUMN7YhTM5Whl5yeivQOrbgiZLKv11fW6G/s640/11.jpg
আসসালামু আলাইকুম। আজ জিপি সিম এ সহজে ফ্রী ইন্টারনেট চালানুর নতুন কিছু অপেরা মিনি নিয়ে হাজির হয়েছি। এবং কিছু টিকস শেয়ার করছি। কিছুদিন আগে এই নিয়ে একটা পোস্ট করেছিলাম। ঐ ফ্রী ইন্টারনেট এর পোস্টে যে অপেরা মিনি দেয়া হয়েছিল তা অনেকের মোবাইলে সাপোর্ট করে নি। তাই আজ নতুন কিছু মডিফাই করা অপেরা মিনি এবং সেটিং দিচ্ছি। যা আপনার সকল মোবাইলে সাপোর্ট করবে।   ফ্রী ইন্টারনেট এর মডিফাই করা opera mini গুলো পরিক্ষা নিরিক্ষা এবং আপলোড করতে সময় একটু বিলম্ব হয়ে যাওয়ায় আমি দুক্ষিতি।  তাহলে আর দেরি  না করে আপনার মোবাইলে ফ্রী ইন্টারনেট চালু করে ফেলুন।

সিম
আপনার GP সিমে একটা প্যাকেজ একটিভ করুন। সিমে মেয়াদের জন্য।  যেমনঃ 9MB প্যাকেজ একটিভ করতে আপনার GP সিমে 7 টাকা রেখে ডায়াল করুনঃ-  *111*6*1#  এবং নির্দেশনা ফলো করুন......

(ক) ডিভাইস অনুযায়ী অপেরা

প্রথমে এখানে ক্লিক করে আপনার ডিভাইস অনুযায়ী অপেরা মিনি ডাউনলোড করে ইনস্টল দিন।
operamini 8 for symbian


আপনার মোবাইল অনুযায়ী সেটিং করে নিন

অ্যান্ড্রয়েড ট্রিক্স
প্রথমে একটি কনফিগারেশন তৈরি করতে হবে। নিচে লক্ষ করুন =>>
name: modern
apn: gpinternet
proxy: 141.0.11.241
Port: 80

যদি উপর থেকে ডাউনলোড না করে থাকেন operamini 7.5 .apk মডিফাইড অপেরাটা ডাউনলোড করুন।
এবার ইন্সটল দিন। ইন্সটল করার পর কনফিগারেশন প্রক্সিটা পরিবর্তন করতে হবে। (নিচে লক্ষ করুন)
141.0.11.241   এর স্থানে
141.0.11.253   দিন।
আর ফ্রি চালান ।কোন টাকা এমবি রাখবেন না ।থ্রিজি প্যাক কিনলে থ্রিজি স্পীড পাবেন।
জাভা ও সিম্বিয়ান ট্রিক্স
প্রথমে নিচ থেকে জাবার কনফিগারেশন টা নামিয়ে ডিফল্ট হিসাবে একটিভ করুন ।
Java prov operamini

চায়না সিম্বিয়ান নিচের মতে সেটিং করুন
A/c name= modern
apn=gpinternet
proxy= 141.0.11.253
port=80
এবার নিচ থেকে অপেরা মিনি গুলো নামান।
ব্যস এইবার ফ্রি চালান।
এটাতে এমনিতেই বড় ফাইল নামবে। অন্যথায় Hideme.be প্রক্সি ব্যবহার করুন ।

ডুয়াল সিমঃ
নোকিয়া ডুয়েলে মোড সফট চলেনা ।তাই সান্তনা ট্রিক ব্যবহার করুন ।প্রথমে নিচ থেকে কনফিগারেশনটা নামান।
এবার এটা চায়না ফোনে পাঠিয়ে আবার আপনার ফোনে আনুন ।একটি কনফিগারেশন আসবে সেটা সেভ করুন ।এবং সেটিং থেকে কনফিগারেশনে গিয়ে ডিফল্ট হিসাবে একটিব করুন ।নিচে টাচ ও নন টাচ দুই ধরনের ট্রিক দিচ্ছি ।
নন টাচ ফোনের ট্রিকঃ
এবার জিরোতে চাপ দিয়ে ধরুন ।একটি পেইজ আসবে ।সেখানে ফাকা জায়গাতে সাইট লিখে GO চাপুন ।
টাচ ফোনের ট্রিক্স
টাচ ফোনে তো আর 0 বাটন নাই =। তাই উপরের প্রোব ফাইল একটিব করে নকিয়া ব্রাউজার গিয়ে লিখুন
Gpstream.mobi
একটা প্রক্সি পেইজ আসবে। সেখানে ফাকা জায়গাতে সাইট লিখুন। আর ফ্রি চালান ।কেউ কপি করবেন না ।

other tips-2

সুখবর!!! সুখবর!!! সুখবর!!! আবার জিপি ফ্রী ইন্টারনেট ব্যবহার করা শুরু করুন নতুন সার্ভার আর প্রক্সি দিয়ে!!!!! কাজ হবেই!!!! আপনাদের জন্য নতুন সার্ভারটি হল http://www.globe.com.ph/g1obe.asp আর নতুন প্রক্সি হল 082.145.210.016। এটা ইন্দোনেশিয়ার একটা প্রক্সি তাই কাজ হবেই!!! আর অনেকেই জিপি পোর্ট পরিবর্তন করেছে বলে চালাচ্ছে। আপনারা এসব কথা বিশ্বাস করবেন না। কারন পোর্ট পরিবর্তন করতে হলে জিপি এর পুরো সিস্টেম পরিবর্তন করতে হবে যা সময় সাপেক্ষ ব্যাপার। পোর্ট আগেরটাই আছে 80. জিপি শুধু APN চেঞ্জ করছে আর নতুন APN হল gpmms তো আরামছে আবার ফ্রী নেট চালান।

ও হ্যাঁ নতুন Front Query টা হচ্ছে http://www.globe.com.ph/g1obe.asp./cgi-bin/nph-proxy.cgi/sadmanshuvo/http/


মোবাইলের জন্য  
Previous Post
Next Post

post written by: