এই পোস্টটি শুধুই মজা করার জন্য।
গুগল বা ফেসবুক কাউকে ছোট বা বড় করার জন্য নয়। তাছাড়া ওদের ছোট বড় করে আমাদের লাভও নেই! এই পোস্টটি আসলে নিচের ছবিটিকে কেন্দ্র করে। এটি েএকটি GIF Image. এতে মোট লেয়ারের সংখ্যা 40 টি! তাই আকৃতিও অনেক বেশি। প্রায় ১.৫ মেগাবাইট।
গুগল প্লাস চালু হবার কয়েক মাস পর আমি এটি গুগল প্লাস এ পাই। কোন ইউজার দুষ্টুমি করে একটা ফুটবল খেলা থেকে অংশটি কেটে নিয়েছিল।
আমি সেই খেলার ভিডিওটি আজও খুঁজছি। এখনো পাইনি। কারো কাছে থাকলে জানাবেন।
