যারা এয়ারটেল ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আজকের পোস্টটা অনেক কাজে
লাগবে আশা করি। পোস্টে এয়ারটেল ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত উল্লেখ করার চেষ্টা
করেছি। আপনি এয়ারটেলের ইন্টারনেট প্যাকেজ থেকে আপনার প্যাকেজটা বেঁচে নিন। আর জডিয়ে থাকুন ইন্টারনেট এর সাথে কারন প্রযুক্তির সাথে না থাকলেন তো..সবশেষ।
এয়ারটেল প্রিপেইড ইন্টারনেট: দৈনিক প্যাকেজ
এয়ারটেল আপনাকে দিচ্ছে ব্যবহারের পরিমানের উপর ভিত্তি করে আলাদা আলাদা সাপ্তাহিক প্যাকেজ।
১৫০ এমবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ১৫০ মেগাবাইট
- মেয়াদ কাল: ১ দিন
- মূ্ল্য: ৳৫৭.৫০(ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে P4 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।
১০ এমবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ১০ মেগাবাইট
- মেয়াদ কাল: ১ দিন
- মূ্ল্য: ৳১১.৫০(ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে P9 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।
উল্লেখ্য:
- ইন্টারনেট ব্যালেন্স এবং মেয়াদ জানতে ডায়াল *778*4#
- একবার ডাটা ভলিউম শেষ হওয়া মানে ইন্টারনেট ব্যালেন্স ০ থেকে ১ এমবি এর
মধ্যে থাকা, কিন্তু মেয়াদউত্তীর্ণ না হলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে
না।
তারপর আপনি ২টি কাজ করতে পারেন -
১. উপরে উল্লেখিত যে কোন একটি প্যাকেজ পুনরায় ক্রয় করতে পারেন।
২. ‘যত ব্যবহার তত চার্জ’ প্যাকেজ (১০কিলবাইট/.০১১৫ টাকা) নিতে চাইলে PG2 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে। - যেকোনো প্যাক এর মেয়াদ শেষের সময়, সেদিন ২৩:৫৯ ঘণ্টায় ( রাত ১১:৫৯)
- রাত ১২:০০টা থেকে রাত ২:০০ টা পর্যন্ত কোন ইন্টারনেট প্যাক কেনা যাবে না।
- যদি আপনার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর আপনি *778*4# ডায়াল করেন তাহলে নিচের বার্তাটি পাবেন, যেখানে ডাটার পরিমান শুন্য দেখা যাবে।
Remaining Internet: 0.00MB. Validity: 11:59pm, 29-Sep-2013. এয়ারটেল প্রিপেইড ইন্টারনেট: সাপ্তাহিক প্যাকেজ
এয়ারটেল আপনাকে দিচ্ছে ব্যবহারের পরিমানের উপর ভিত্তি করে আলাদা আলাদা সাপ্তাহিক প্যাকেজ।
৫৫ এমবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ৫৫ মেগাবাইট
- মেয়াদ কাল: ৭ দিন
- মূ্ল্য: ৳৫৭.৫০(ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে WPM লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।২০ এমবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ২০ মেগাবাইট
- মেয়াদ কাল: ৭ দিন
- মূ্ল্য: ৳২৩.০০(ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে WPL লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।উল্লেখ্য:
- ইন্টারনেট ব্যালেন্স এবং মেয়াদ জানতে ডায়াল *778*4#
- একবার ডাটা ভলিউম শেষ হওয়া মানে ইন্টারনেট ব্যালেন্স ০ থেকে ১ এমবি এর
মধ্যে থাকা, কিন্তু মেয়াদউত্তীর্ণ না হলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে
না।
তারপর আপনি ২টি কাজ করতে পারেন -
১. উপরে উল্লেখিত যে কোন একটি প্যাকেজ পুনরায় ক্রয় করতে পারেন।
২. ‘যত ব্যবহার তত চার্জ’ প্যাকেজ (১০কিলবাইট/.০১১৫ টাকা) নিতে চাইলে PG2 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে। - যেকোনো প্যাক এর মেয়াদ শেষের সময়, সেদিন ২৩:৫৯ ঘণ্টায় ( রাত ১১:৫৯)
- রাত ১২:০০টা থেকে রাত ২:০০ টা পর্যন্ত কোন ইন্টারনেট প্যাক কেনা যাবে না।
- যদি আপনার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর আপনি *778*4# ডায়াল করেন তাহলে নিচের বার্তাটি পাবেন, যেখানে ডাটার পরিমান শুন্য দেখা যাবে।
Remaining Internet: 0.00MB. Validity: 11:59pm, 29-Sep-2013.
এয়ারটেল প্রিপেইড ইন্টারনেট: অর্ধ মাসিক প্যাকেজ
এয়ারটেল আপনাকে দিচ্ছে ব্যবহারের পরিমানের উপর ভিত্তি করে আলাদা আলাদা মাসিক প্যাকেজ।
১২০ এমবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ১২০ মেগাবাইট
- মেয়াদ কাল: ১৫ দিন
- মূ্ল্য: ৳১১৩.৮৫ (ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে FPM লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।২০ এমবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ২০ মেগাবাইট
- মেয়াদ কাল: ৩০ দিন
- মূ্ল্য: ৳৩৪.৫০(ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে FPL লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।উল্লেখ্য:
- ইন্টারনেট ব্যালেন্স এবং মেয়াদ জানতে ডায়াল *778*4#
- একবার ডাটা ভলিউম শেষ হওয়া মানে ইন্টারনেট ব্যালেন্স ০ থেকে ১ এমবি এর
মধ্যে থাকা, কিন্তু মেয়াদউত্তীর্ণ না হলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে
না।
তারপর আপনি ২টি কাজ করতে পারেন -
১. উপরে উল্লেখিত যে কোন একটি প্যাকেজ পুনরায় ক্রয় করতে পারেন।
২. ‘যত ব্যবহার তত চার্জ’ প্যাকেজ (১০কিলবাইট/.০১১৫ টাকা) নিতে চাইলে PG2 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে। - যেকোনো প্যাক এর মেয়াদ শেষের সময়, সেদিন ২৩:৫৯ ঘণ্টায় ( রাত ১১:৫৯)
- রাত ১২:০০টা থেকে রাত ২:০০ টা পর্যন্ত কোন ইন্টারনেট প্যাক কেনা যাবে না।
- যদি আপনার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর আপনি *778*4# ডায়াল করেন তাহলে নিচের বার্তাটি পাবেন, যেখানে ডাটার পরিমান শুন্য দেখা যাবে।
Remaining Internet: 0.00MB. Validity: 11:59pm, 29-Sep-2013.
-
এয়ারটেল প্রিপেইড ইন্টারনেট: মাসিক প্যাকেজ
এয়ারটেল আপনাকে দিচ্ছে ব্যবহারের পরিমানের উপর ভিত্তি করে আলাদা আলাদা মাসিক প্যাকেজ।
১ জিবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ১ গিগাবাইট
- মেয়াদ কাল: ৩০ দিন
- মূ্ল্য: ৳৩১৬.২৫ (ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে P6 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।৩ জিবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ৩ গিগাবাইট
- মেয়াদ কাল: ৩০ দিন
- মূ্ল্য: ৳৫১৭.৫০(ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে P7 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।৫ জিবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ৫গিগাবাইট
- মেয়াদ কাল: ৩০ দিন
- মূ্ল্য: ৳৭৪৭.৫০ (ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে P5 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।উল্লেখ্য:
- ইন্টারনেট ব্যালেন্স এবং মেয়াদ জানতে ডায়াল *778*4#
- একবার ডাটা ভলিউম শেষ হওয়া মানে ইন্টারনেট ব্যালেন্স ০ থেকে ১ এমবি এর
মধ্যে থাকা, কিন্তু মেয়াদউত্তীর্ণ না হলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে
না।
তারপর আপনি ২টি কাজ করতে পারেন -
১. উপরে উল্লেখিত যে কোন একটি প্যাকেজ পুনরায় ক্রয় করতে পারেন।
২. ‘যত ব্যবহার তত চার্জ’ প্যাকেজ (১০কিলবাইট/.০১১৫ টাকা) নিতে চাইলে PG2 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে। - যেকোনো প্যাক এর মেয়াদ শেষের সময়, সেদিন ২৩:৫৯ ঘণ্টায় ( রাত ১১:৫৯)
- রাত ১২:০০টা থেকে রাত ২:০০ টা পর্যন্ত কোন ইন্টারনেট প্যাক কেনা যাবে না।
- যদি আপনার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর আপনি *778*4# ডায়াল করেন তাহলে নিচের বার্তাটি পাবেন, যেখানে ডাটার পরিমান শুন্য দেখা যাবে।
Remaining Internet: 0.00MB. Validity: 11:59pm, 29-Sep-2013.
-
- এয়ারটেল পোস্টপেইড ইন্টারনেট প্যাকেজএয়ারটেল পোস্টপেইড গ্রাহকরা চাইলে ২ ভাবে নিজের ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ‘যত ব্যবহার তত চার্জ’ ভিত্তিতে ১০ কিলোবাইট/০.০২৩ টাকায়, যা কিনা শুরুতেই অ্যাক্টিভেট করা থাকে। এর জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হয় না।
অথবা, মাসিক ডাটা ভলিউম কিনতে পারেন। ডাটা ভলিউমের প্যাকেজগুলো নিচে দেখুন -
১ জিবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ১ গিগাবাইট
- মেয়াদ কাল: ১ মাস
- মূ্ল্য: ৳৩৪৫.০০ (ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে P8 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।১ জিবি প্যাক – নাইট টাইম ইন্টারনেট (রাত ১২:০০ – সকাল ৭:৫৯)
- ডাটা ব্যবহার : ১ গিগাবাইট
- মেয়াদ কাল: ১ মাস
- মূ্ল্য: ৳৩১৬.২৫(ভ্যাট সহ)
লক্ষ্য করুনঃ রাত ১২:০০ টা থেকে সকাল ৭:৫৯ টা পর্যন্ত আপনি এই প্যাকেজ থেকে ডাটা ব্যবহার করতে পারবেন। অন্যান্য সময়ে, অর্থাৎ সকাল ৮টা থেকে রাত ১১:৫৯ টা আপনাকে ২পয়সা/কেবি রেটে পরিশোধ করতে হবে। আপনি যদি ৩০ দিন পূর্বে আপনার নাইট প্ল্যানে বরাদ্দকৃত ভলিউম ব্যবহার করে ফেলেন, তাহলে আপনাকে ১০কেবি/পয়সা রেটে পরিশোধ করতে হবে।এই প্যাকজটি নিতে চাইলে P3 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।৩ জিবি প্যাক ইন্টারনেট
- ডাটা ব্যবহার : ৩ গিগাবাইট
- মেয়াদ কাল: ১ মাস
- মূ্ল্য: ৳৮৬২.৫০ (ভ্যাট সহ)
এই প্যাকজটি নিতে চাইলে P2 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।রেজিস্টেশন
উপরে উল্লেখিত যে কোন ইন্টারনেট প্যাক রেজিস্টারের জন্য আপনাকে আপনার কাছের AEC(এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার, যা পূর্বে বিজনেস সেন্টার নামে পরিচিত ছিল )/ARC (এয়ারটেল রিটেইল সেন্টার যা পূর্বে ফ্রাঞ্চিসি নামে পরিচিত ছিল) এ অনুরোধ করতে হবে এবং সংশ্লিষ্ট প্যাকের জন্য উল্লেখিত প্রয়োজনীয় অর্থ জমা করতে হবে।
অ্যাক্টিভেশন সময়
সাবস্ক্রিপ্সন চালু হওয়ার সাথে সাথে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স চেক:
GPRS লিখে 5000 এ এসএমএস করুন (ফ্রী), এবং ফিরতি এসএমএস এর মাধ্যমে অবশিষ্ট ব্যালেন্স এর নোটিফিকেশন পেয়ে যাবেন।
সার্ভিসের মেয়াদঃ (২৪ ঘণ্টা প্যাক)
আপনি ৩০ দিনের জন্য ক্রয়কৃত প্যাক ব্যবহার করতে পারেন। যদি আপনি ৩০দিন পূর্বে বরাদ্দকৃত সীমা অতিক্রম করেন, আপনাকে ১০কেবি/পয়সা রেটে পরিশোধ করতে হবে।
অন্যান্য মাসিক প্যাকেজে মাইগ্রেশন
অন্যান্য মাসিক প্যাকেজে মাইগ্রেশন করা সম্ভব, যা পরবর্তী বিল-চক্র জন্য কার্যকর হবে। ততক্ষণ পর্যন্ত বিদ্যমান মাসিক প্যাক ভ্যালিড থাকবে।