হে বন্ধুগন আমার প্রতিদিন , প্রতিনিয়ত নিজেকে আনন্দ দিতে মুভি বা গান বা
নাটক দেখি তাই না। আর এগুলো দেখতে আমরা ব্যবহার করি মিডিয়া প্লেয়ার। অনেক
মিডিয়া প্লেয়ার আমরা দেখেছি। যে মিডিয়া প্লেয়ার গুলো ফিচার অনেক ভাল নতুন
নতুন জিনিস আমরা সেগুলো ব্যবহার করতেছি তাই না


কেএম প্লেয়ার হল অডিও ও ভিডিও প্লেয়ার দের মধ্যে সেরা একটা প্লেয়ার। এটা
থাকলে অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন পরে না। এটা VCD, DVD, AVI, MKV,
Ogg, OGM, 3GP, MPEG-1/2/4, WMV ছাড়াও আর অনেক ফরম্যাটের ফাইল সাপোর্ট করে.
এমপি প্লেয়ার অডিও ও ভিডিও প্লেয়ার দের মধ্যে আর একটা সেরা প্লেয়ার. এই
প্লেয়ার টিতে আপনি কোন গ্রাফিকাল ইন্টারফেস পাবেন না। এবং এটা খুব সহজে
ব্যবহার করতে পারবেন
আপনারা সবাই প্লেয়ার টাকে চিনে তাই। আসলে চেনারেই কথা, এটা এমনেই জিনিস।
ভিএলসি প্লেয়ার অনেক ধরনের অডিও এন্ড ভিডিও ফরম্যাট সার্পোট করে (MPEG-1,
MPEG-2, MPEG-4, DivX, mp3, ogg) ।
গম প্লেয়ার হল একটি ভাল মানে প্লেয়ার । এটাতে অনেক সুন্দর কিছু ফিচার আছে। আপনার যারা ব্যবহার করেন নি তারা ব্যবহার করে দেখতে পারেন।
জেট অডিও প্লেয়ার হল একটি কমন প্লেয়ার যা সবাই ব্যবহার করে থাকে। এটা
দিয়ে আপনি বিভিন্ন অডিও এন্ড ভিডিও ফরম্যাটকের ফাইল বাজাতে পারবেন। এছাড়া
আপনি এটা দিয়ে অডিও কনভার্ট করতে পারবেন এর পাশাপাশি আপনি এটা দিয়ে সিডি
রিপ ও বার্ন করতে পারবেন এবং রেকর্ড করতে পারবেন। এছাড়া এটা দিয়ে আপনি গান
ব্রোডকাস্ট করতে পারবেন পুর ওয়েব জগৎ এ।
জুম প্লেয়ার এর ফিচার গুলো অনেক ভাল। এর সবচেয়ে ভাল লাগের এর গ্রাফিক্যাল ইন্টারফেসটি। এটি অনেক ধরনের ফাইল সাপোর্ট করে।
এআইএমপি একটি সাধারন ও অনেক স্যাম্পল মানের প্লেয়ার। আপনি অডিও চালাত এটি ব্যবহার করতে পারেন।
বিএস প্লেয়ার একটি ভাল মানের বিএস প্লেয়ার ।এটিতে আপনি অনেক ফরম্যাটে
ফাইল ব্যবহার করতে পারবেন। রিমুট কন্ট্রোল ডিভাইস দিয়ে আপনি দি আপনি এই
প্লেয়ার ব্যবহার করে কন্ট্রোল করতে পারবেন।
মোটামোটি এই প্লেয়ার টিকে সবাই চিনে । এই প্লেয়ার লেটেস্ট ভার্সনে অনেক
ভাল ভাল ফিচার যুক্ত করা হয়েছে। যারা পুরন ভার্সন ব্যবহার করতেছেন , তারা
নতুন ভার্সনটি ব্যবহার করে দেখতে পারেন।


