Adf.ly থেকে টাকা আয় করা খুব কঠিন কোন কাজ নয় । আপনার কোন ব্লগ বা সাইট যদি একটু পপুলারই হয় তবে তাতেও আপনি বেশ কিছু বাড়তি টাকা আয় করতে পারবেন । এছাড়া এখান থেকে বড় আকারের ওয়েব এড্রেস কে খুব ছোট আকারে নিয়ে আসতে পারবেন । বড় ইউআরএল শেয়ার করতে সমস্যা হয় আর এই ইউআরএল শর্ট সার্ভিস ব্যবহার করে বড় ইউআরএল কে সংক্ষিপ্ত করে সেই সমস্যা সমাধানও করতে পারবেন ।আর আপনার শেয়ার করা লিংকে কেউ ক্লিক করলে আপনার আয় হবে এবং এই ক্লিকের পরিমান যত বেশি হবে আয় তত বাড়বে।এই সিস্টেম টা হল ভিজিটর পরিচালনার মাধ্যমে আয়। তাই আপনার যদি গান বা ভিডিও বা ফ্রি সফটওয়্যার ডাউনলোড বা ডিরেক্টরি টাইপের সাইট থাকে তবে Adf.ly থেকে টাকা আয় বেশ ভাল পরিমানেরই হবার কথা । Adf.ly থেকে প্রতি ১,০০০ ক্লিকের জন্য গড়ে $4 করে আয় হবার কথা আছে । কিন্তু দেশ ভেদে এটি কম বেশি হতে পারে , যেমন বাংলাদেশের ১০০০ ক্লিকের জন্য ১ডলারেরও কম আর সিংগাপুরের ১০০০ ক্লিকের জন্য ৫ ডলারেরও বেশি পে করে থাকে ।
Adf.ly থেকে টাকা আয় করার জন্য প্রথমে Adf.ly এ একাউন্ট থাকা প্রয়োজন । এজন্য এই লিংকে গিয়ে রেজস্ট্রেশন করে নিন । রেজিস্ট্রেশন করা হলে আপনার দেওয়া মেইল ঠিকানায় একটা ইমেইল পাবেন , সেটাতে দেওয়া লিংকে ক্লিক করে একাউন্ট এক্টিভ করে নিন। তারপর Adf.ly এ গিয়ে লগ ইন করুন।Adf.ly এর হোম পেজ মাঝের দিকের এর ফাকা জায়গায় আপনি যে লিঙ্ক টি ছোট বা শেয়ার করবেন সেটি লিখে Shrink! বাটনে ক্লিক করুন। ব্যাস তাহলেই আপনার দেওয়া বড় লিংকটি ছোট হয়ে যাবে । সেই ছোট লিংক টাকে শেয়ার করুন । এই ছোট লিংকে যত ক্লিক পাবেন ততই আপনার আয় বাড়তে থাকবে ।
এছাড়া আপনার যদি কোন ওয়েব সাইট থাকে আর সেখানে প্রচুর লিংক থাকে তবে সেই সাইটের প্রতিটা লিংককে Adf.ly এর শর্ট লিংকে কনভার্ট না করেও আয় করতে পারবেন । নিচের কোড টুকু্ন কপি করে আপনার সাইটে যোগ করে দিন , ওয়ার্ডপ্রেস , জুমলা বা ব্লগার ভিত্তিক সাইট হলে টেক্সট গেজেট বা HTML/Java Script গেজেট এর মাঝে আর অন্য প্লাটফর্ম হলে সাইটের বডির কোথাও পেস্ট করে সেভ করুন । তবে 2549554 লিখা স্থানে আপনার রেফারেল আইডি পরিবর্তন করে দিতে হবে । এর ফলে সাইটে সব গুলি লিংকের আগে Adf.ly এর লিংক অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে ।
<script src=”http://adf.ly/js/entry.js”></script>
<script type=”text/javascript”>
onmousemove = function adfly() {
adfly_id = ‘2549554‘; //replace with your ID
for (var i = 0; i < document.links.length; i++) {
var hrefer = document.links[i].href;
if(hrefer.match(“adf.ly”) || hrefer.match(“javascript:”)|| hrefer.match(“#”)) {
document.links[i].href = document.links[i].href;
}else{document.links[i].href = ‘http://adf.ly/’ + adfly_id + ‘/’ + document.links[i].href;}
}
}
</script>
এছাড়াও
রেফারেল থেকে শতকরা ২০ ভাগ আয় করার উপায় তো রয়েছেই । তবে মনে রাখবেন এখান
থেকে প্রচুর আয় হয়ত হবে না তবে তা নাহায়েত কমও হবার কথা নয় ।
Adf.ly থেকে টাকা আয় করে কিভাবে হাতে পাবেনঃ
Adf.ly পেমেন্ট সিস্টেম হিসেবে পেপ্যাল আর পাইজা সাপোর্ট করে । সর্বনিম্ন ৫ ডলার হলেই ওরা আপনার পেপ্যাল বা পাইজা একাউন্টে টাকা পাঠিয়ে দিবে। অটোমেটিক টাকা পাওয়ার জন্য আপনার Adf.ly একাউন্টের “withdraw” লিখা লিংকে ক্লিক করে পেপ্যাল বা এলার্টপে একাউন্ট এর ইমেইল আইডি টি বসিয়ে দিন।তাতেই প্রতি মাস শেষে আপনার আয় করা টাকা চলে আসবে ।
লিখাটা ভাল লাগলে শেয়ার করতে ভূলবেন না প্লীজ।