ফেসবুকের নতুন ফিচারঃ ফেসবুকের পাসওয়ার্ড হারিয়ে অথবা হ্যাক হলে আর ভয় নেই

facebook new feture ফেসবুকের নতুন ফিচারঃ ফেসবুকের পাসওয়ার্ড হারিয়ে অথবা হ্যাক হলে আর ভয় নেইসোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক, জনপ্রিয়তার শীর্ষে আছে। যত বেশী জনপ্রিয়তা তত বেশী প্রশ্ন উঠে আসে নিরাপত্তার। ফেসবুক আমরা সকলেই ব্যবহার করি কম বেশী আমাদের সকলের ফেসবুকের পাসওয়ার্ড মাঝে মাঝে 





ভুলে গিয়ে থাকি অথবা আমাদের মাঝে একটি ভিতি কাজ করে সেটি হচ্ছে আমাদের একাউন্ট  এর পাসওয়ার্ড ভুলে গেলে অথবা হ্যাক হলে উপায় কি হবে? ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া সম্ভব৷ আর তারচেয়েও বেশি সম্ভব হয়ত পাসওয়ার্ড উদ্ধারের জন্য দেওয়া নিরাপত্তা প্রশ্নের উত্তর ভুলে যাওয়া৷ আর এই দুটো বিষয় ভোলার পর ফেসবুক প্রোফাইল ফিরে পাওয়া কিন্তু বেশ কঠিন৷
ফেসবুক অবশ্য নিজেই এবার এর এক সমাধান বের করেছে৷ পাসওয়ার্ড ভুলে যাওয়ায় কারো অ্যাকাউন্ট যাতে লক হয়ে না যায়, সেজন্য ফেসবুক চালু করেছে নতুন ফিচার৷ এই ফিচারের আওতায় একজন ফেসবুক ব্যবহারকারী তাঁর বিশ্বস্ত বন্ধুদের একটি তালিকা তৈরি করতে পারবেন৷ এরপর কোনো কারণে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে বিশ্বস্ত বন্ধুদের সহায়তায় নিতে পারবেন৷ ফলে পাসওয়ার্ড ভুললেও প্রোফাইলে প্রবেশে সমস্যা হবে না৷
কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কিভাবে কাজ করে এই ফিচার? এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, প্রথমে ফেসবুকের সিকিউরিটি সেটিংসে প্রবেশ করে বিশ্বস্ত বন্ধুদের একটি তালিকা তৈরি করতে হবে৷ এরপর কখনো পাসওয়ার্ড হারিয়ে গেলে বিশ্বস্ত তালিকায় থাকা তিন ব্যক্তির মাধ্যমে সেটা উদ্ধার করা যাবে৷ এক্ষেত্রে এই তিনজনের কাছে আলাদা আলাদা কোড পাঠাবে ফেসবুক৷ আর সেসব কোড ব্যবহার করে প্রবেশ করা যাবে ফেসবুক প্রোফাইলে৷
facebook password 500x332 ফেসবুকের নতুন ফিচারঃ ফেসবুকের পাসওয়ার্ড হারিয়ে অথবা হ্যাক হলে আর ভয় নেই
উল্লেখ্য, গোটা বিশ্বজুড়েই ফেসবুক দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে৷ শুধু বাংলাদেশেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি৷ আর সব মিলিয়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ কোটি পেরিয়েছে বহু আগেই৷ ফেসবুক ছাড়া এখন অনেকেরই যে চলে না! এটি শুনতে কিছুটা অবাক লাগলেও সত্যি!
Previous Post
Next Post

post written by: