উচ্চ মাধ্যমিক কলেজ ভর্তি / একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম ও ভর্তি পদ্ধতি ২০১৩)

আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ্‌ রহমতে সবাই ভাল আছেন। আজ আমি শেয়ার করছি
উচ্চ মাধ্যমিক কলেজ ভর্তি ২০১৩  ভর্তি পদ্ধতি ।
যদিও সব কলেজে গেলেই আপনাকে ভর্তির সকল নিয়ম জানিয়ে দিয়া হবে ।
২০১২-২০১৩ইং সেশানের শিক্ষার্থীদের জন্য 







গত বারের মতো এবারও অনলাইন মানে টেলিটকের মাধ্যমে ইন্টারমিডিয়েট /
উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে।
আর এই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ১৮ই মে, ২০১৩ইং তারিখ থেকে।
আর এটা সম্পূর্ণ রূপে চলবে SMS পক্রিয়ার মাধ্যমে। ১৮ই মে,
২০১৩ইং থেকে শুরু হয়ে আগামী ৬ই জুন, ২০১৩ইং তারিখ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলতে থাকবে।
এই তারিখের মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে টেলিটকের মাধ্যমে SMS করে ভর্তির জন্য আবেদন করে হবে।


শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ৯০% সিট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর জেলা শহর গুলোর ছাত্র-ছাত্রীদের জন্য। ৩% সিট রাখা হয়েছে জেলা শহর গুলোর বাহিরে থেকে আসা ছাত্র-ছাত্রীদের জন্য। এছাড়াও ৫% সিট মুক্তিযোদ্ধা কৌটা এবং ২% কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তানদের জন্য।

টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন যে ভাবে করবেন

প্রতিটি শিক্ষার্থীদের অবশই এই ভাবে ভর্তির আবেদন করতে হবে
একসাথে অনেক গুলো কলেজে আবেদন করতে পারবেন ,
প্রথমে আপনার টেলিটক সিম মোবাইলে লাগিয়ে Massage অপশনে যান।
এবার লিখুনঃ CAD <স্পেস> EIIN <স্পেস> গ্রুপের প্রথম অক্ষর (বিজ্ঞান S, মানবিক H, ব্যবসায় শিক্ষা B) <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা DHA, কুমিল্লা COM) <স্পেস> রোল নং <স্পেস> পাশের সাল <স্পেস> শিফটের নাম (প্রভাতি হলে M, দিবা হলে D, কোন কিছু না হলে N) <স্পেস> ভার্সন <বাংলা ভার্সনের B, ইংরেজি ভার্সনের E) <স্পেস> কোটার নাম (মুক্তিযোদ্ধা FQ, কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তান হলে EQ, অন্যকিছু হলে লেখা দরকার নাই)।
এবার SMS করুন 16222.
উদাহরণ দেখুনঃ CAD 05524 S DHA 20215 2013 M B

EIIN মানে কলেজ কোড
আপনি যে জেলায় থাকেন বা যে জেলার কলেজের EIIN প্রয়োজন সেই জেলার নামের উপর ক্লিক করুন ও ডাউনলোড করে নিন আপনার EIIN টি।

আর ভর্তির ফলাফল প্রকাশিত হবে আগামী ১৬ই জুন, ২০১৩ইং তারিখে, তখন কলেজে গিয়ে রেজাল্ট
আনা যাবে অথবা মোবাইল এর মাধ্যমে রেজাল্ট পাবেন ।
তারপর যে কলেজে চান্স পাবেন , কলেজর ফরম পূরণ করে কলেজে ভর্তি হতে হবে ।
একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১লা জুলাই, ২০১৩ইং তারিখ থেকে।

Previous Post
Next Post

post written by: