আপনার মোবাইলের জন্য ২টি ওয়েব ব্রাউজার in

অপেরা মিনি মোবাইল ওয়েব ব্রাউজার এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে বিবেচিত। বিখ্যাত পিসি ওয়েব ব্রাউজার Opera প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ সফটওয়্যার টি তৈরী করেছে। বর্তমানে এটি একমাত্র মোবাইল ওয়েব ব্রাউজার যাতে ডাউনলোড এর পাশাপাশি আপলোড ও করা যায়। অপেরামিনি এর একটি অনন্য সুবিধা হচ্ছে কোনো-ওয়েব পেজ ব্রাউজিং এর পূর্বে এটি ঐ ওয়েব 

পেজ টির প্রিভিউদেখায়। ফলে প্রকৃত ওয়েব ব্রাউজিং এর স্বাদ অনেকটা পাওয়া যায়( ঠিক যেন দুধের স্বাদ  ঘোলে মেটানো)। এটি আপনি বিনামূল্যে পেতে পারেন। এটি একটি জাভা এপ্লিন (মোবাইল)। তাই যেকোনো জাভা সমর্থিত মোবাইল ফোনে এটি চলবে।


 

UCWEB

একটি  চায়না কোম্পানী UCWEB technology এর নির্মাতা। এ ব্রাউজারটি অপেরা মিনি এর মতো পেজ প্রিভিউ দেখাতে পারে না। তবে এতে রয়েছে নিজস্ব ডাউনলোড ম্যানেজার। যার মাধ্যমে আপনি Download pause করার সুবিধা পাবেন। এটিও একটি জাভা সফটওয়্যার। এবং বিনামূল্যে ডাউনলোড করা যায়।
ডাউনলোড করা যাবে–
Previous Post
Next Post

post written by: