একটি শিশির বিন্দু — কবিতাগ্রন্থ‎


 দিন চলে যায় দিনের মনে
আমি পড়ে রই
ওলো সই,
তাহার দেখা কই?
আমি সুমুখ পানে একলা চেয়ে রই
কাহার তরে চাইব সখি প্রাণের সখা বই?
হয়তো সে জন আসবে ঠিকই
যখন আমি থাকব ঘুমের ঘোরে


ফাঁকি দিয়ে ঘুরে যাবে দোরে
চরণচিহ্ণ না রেখে সে
ঘুরে যাবে দোরে এসে
কেবল আমি ফাঁকি পড়ে রই
তাহার দেখা কবে পাব সই?
দিনগুলি যায় যেমন তেমন
    রাতও চলে যায়
আকাশ পানে দৃষ্টি হেনে
আর কত আর চেয়ে থাকা যায়?
একদিন সে ঠিক আসবে জানি
যখন নিঃশেষ হবে এসব কানাকানি
সবার কাছে যেমন আসে
সে যে তেমনি আসে যায়  
সখি আমার কী হবে উপায়?
গিশির বলে সবার ধনে হও গো ধনী তুমি
আপন মনে রও গো পড়ে তাঁহার চরণ চুমি 
Previous Post
Next Post

post written by: