চিরতরে ডিলিট করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্ট


ইদানিং ফেসবুক আমার আর একটুও ভাল লাগছে না। তাই ভাবছি আমার আইডিটাই ডিলিট করে দিবো  ফেসবুক লগইন করলে কেমন জানি সবকিছু ঘোলাটে মনে হয় । এই ফেসবুকের কারনে স্টুডেন্টরা মারাক্তক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে । প্রতিদিন কয়েক লাখ ফেসবুক ইউজার এখানে দিনে প্রায় ৬ – ১২ ঘণ্টা সময় অপচয় করে থাকে !!! আপনারা অনেকেই আছেন ফেসবুক থেকে মুক্তি পেতে 
অ্যাকাউন্ট ডিএকটিভেট করে থাকেন !!!! কিন্তু স্থায়ি ভাবে ডিলিট করতে কয়জন জানি? তাই আপনাদের টিপসটি জানানোর জন্য আমার ছোট এই ফেসবুক টিপস ।
প্রথমে ফেসবুক এ গিয়ে লগ অন করুন।
তারপর এখানে ক্লিক করুন।নিচের ছবির মত একটি পেজ আসবে।
এখন এই পেজ এর submit বাটন প্রেস করুন ।এখন এরকম একটি পেজ আসবে।
এই পেজ এ আপনার পাসওয়ার্ড দিন,এবং সিকুরিটি চেক বক্স এ বক্স এর উপরে
যে হিজিবিজি লিখাটি দেখতে পাচ্ছেন,সেটা দিয়ে ওকে বাটন ক্লিক করুন ।
দেখুন এইরকম একটি পেজ আসছে।
  0k দিয়ে বেরিয়ে আসুন।আপনার অ্যাকাউন্ট
টি ১৪ দিন পর চিরতরে ডিলিট হয়ে যাবে।তবে শর্ত হল একটাই  ১৪ দিন এর ভিতর আপনি আপনার
অ্যাকাউন্ট এ লগ অন করতে পারবেন না।:)
কে কে ডিলিট করেছেন জানাতে ভুলবেন না যেন।
Previous Post
Next Post

post written by: