কিভাবে ল্যাপটপের ব্যাটারী থেকে দীর্ঘস্থায়ী ব্যাকআপ পাবেন !!!!

আমরা সবাই চাই ল্যাপটপের ভালো পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারী।  আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যার সাহায্যে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারির ভালো পারফরম্যান্স এবং দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা পাবেন। আপনার ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী করে তুলুন..

১. ব্যাটারীতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।
২. দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন
৩. ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন
৪. হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারন সিডি/ডিভিডি রম অনেক বেশি পাওয়ার নেয়।
৫. এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমন ভাবে ল্যাপটপ
৬. পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না
৭._________________________________________
৮.মাঝে মাঝে ব্যাটারীর কানেক্টর লাইন পরিস্কার করুন।
৯.অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
১০ হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইনটিনেন্স কোন কাজ করবেন না।
ব্যাটারী দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারী থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারী আয়ু কমে যাবে।
very nice ডাউনলোড করুন জোশ একটি কনভাটার

ধন্যবাদ সবাইকে।
Previous Post
Next Post

post written by: