
- কাজটি করতে প্রথেমে আপনাকে যা করতে হবে তা হল
- একটি ফোল্ডার তৈরি করা বা তৈরিকৃত ফোল্ডার এর পুননাম(rename) ক্লিক করা।

- এবার আপনার কীবোর্ড এর ALT কী ধরে রেখে ০১৬০ চাপুন।
- দেখুন ফোল্ডার টি নাম এখন শূন্য।
আপনি ইচ্ছা করলে এটির লোগো শূন্য করতে পারেন। কিভাবে?
- ফোল্ডার টির উপর রাইট ক্লিক করুন ও Properties ক্লিক করুন
- এখন Customize থেকে Change icon ক্লিক করুন।

- এবার যেকোনো শূন্য আইকন নির্বাচন করে ওকে ক্লিক করুন।

- এবার Apply ও ok ক্লিক করুন
- দেখুন আপনার ফোল্ডার টি লোগো বা আইকন এখন শূন্য।