
হয়েছে এবং এর থেকে যেহেতু পরিত্রান পাওয়ার রাস্তা নেই সেহেতু আমাদের এখানে এমন ভাবে চলা উচিত যেন এই ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমাদের ব্যক্তিগত, সামাজিক জীবনে কোন
সমস্যার সৃষ্টি না হয়। তাই আমি আজ আপনাদের কিছু টিপস শেয়ার করছি।
১. কাউকে ভুলেও হুমকি দেয়ার চেষ্টা করবেন না।
২. এমন পাসওয়ার্ড ব্যবহার করেন যেন হ্যাকার রা বেরকরতে গিয়ে হিমশিম খায়।
৩. নির্দিষ্ট কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন।
৪. একান্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকুন।
৫. অপরিচিত/ফেক একাউন্টকে বন্ধু বানাবেন না বা রিকোয়েস্ট পেলেই এপ্রোভ করবেন না।
৬. কোন লিংক পেলে ভেবে চিন্তে ক্লিক করুন।
৭. ইমেইল সূরক্ষা ও এর সতর্ক ব্যবহার নিশ্চিত করুন।
এই টিপস গুলো মনে রেখে ফেসবক ব্যবহার করতে পারলে মনে হয় তেমন কোন সমস্যায় পড়ার কথা নয়।