লো ব্যাটারিতে অনায়াসে কল করে কথা বলুন

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3lIrH51DA9QQwvCdJv3KPkXD58S9QjrNNTeAAjTToux1eZIVtl0ihWNEZvZHF50IyknvA41Ph0Qx4fR9WaNmMpaUaU7tOvOtLMrE_tnayZItprL2b4Qooptx8I5enSfOo-my_MzsYfcw/s400/10+Tips+to+Keep+Smart+Phone+Battery+Long+Lasting.jpgধরুন আপনার নকিয়া মোবাইল এ ব্যাটারি লো। কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ন একটা কল করা দরকার…হাতের কাছে চার্জার নেই। সেক্ষেত্রেও আপনি কল করতে পারেন । নকিয়া কিছু চার্জ রিজার্ভ করে রাখে । আপনি সেই রিজার্ভ চার্জ ব্যবহার করে কথা বলতে পারবেন… সে ক্ষেত্রে আপনাকে “*3370#” চাপতে
হবে(কোটেশন বাদে)। আপনার মোবাইল টি রিস্টার্ট হবে, তারপর যখন চালু হবে


আপনি আপনার ব্যাটারী লেভেল ৫০% বেড়ে গেছে দেখবেন……এখন আপনি আপনার গুরুত্তপূর্ন কল টি সেরে ফেলুন। ডিএ্যাকটিভ করতে#3370# চাপুন। আপনি যখন আপনার মোবাইল আবার চার্জ এ লাগাবেন তখন ওই শেষ হয়ে যাওয়া রিজার্ভ চার্জ আবার অটোমেটিক চার্জড হয়ে যাবে।
Previous Post
Next Post

post written by: