স্কাইপির ভয়েজ রেকর্ড করুন ফ্রি সফটওয়্যারের মাধ্যমে

 ক্লিয়ার ভয়েস কোয়ালিটির জন্য অনেকেই এটি ব্যাবহার করে থাকেন। এখন আপনি ইচ্ছে করলে স্ক্যাইপিতে ভয়েস চ্যাট রেকর্ড করতে পারেন একটি ফ্রিওয়্যার সফটওয়্যারের মাধ্যমে।

ডাউনলোড

ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং এরপর স্কাইপি ওপেন করলে সফটওয়্যার টি এলাউ এক্সচেস চাইবে।  এক্সচেস এলাউ করে নিলেই সফটওয়্যার টি যেকোন কল রেকর্ড করার জন্য প্রস্তুত হবে। আপনি ইচ্ছে করলে অটো সিলেক্ট করে রাখতে পারেন এতে যে কল আসবে অটো রেকর্ড শুরু হবে।
Previous Post
Next Post

post written by: