আপনারা
হয়তো অনেকেই জানেন পেনড্রাইভ , মেমোরি কার্ড থেকে ডিলিট হয়ে যাওয়া যেকোন ফাইল ফিরিয়ে আনা সম্ভব !!!! প্রথমে আমি অনেকটা বিশ্বাস করি নেই । যখন কিনা
আমার ইয়ের ছবিগুলো ডিলিট হয়ে যায় :/ তখন খুব চিন্তায় পড়ে গেলাম হায় হায়
এখন কি হবে :’( কোথায় পাবো তার ছবিগুলো :’( তখন এই ১ মেগাবাইট এর এই
সফটওয়্যার দিয়ে রিকোভার করলাম। অ্যান্ড সব ফাইল পেয়ে গেছি




বিলিভ ইট আর নট জীবনে যত ছবি , ভিডিও ডিলিট করছেন পেন ড্রাইভ থেকে সব ফিরিয়ে
আনা সম্ভব
সবাই একটু জোরে ওয়াও বলেন তোঁ


লাইফে আমি
কয়েক হাজার সফটওয়্যার ব্যাবহার করছি :/ কিন্তু এইরকম সফটওয়্যার আমার কাছে
যাদুর মত মনে হয় :/ একটা পেন ড্রাইভ ফরম্যাট দিয়ার পর কিভাবে সব ফাইল ফিরে
পাওয়া যায় ??? :/ যা আমি এই সফটওয়্যার এর মাধ্যমে পেয়েছি