মোবাইলে বাংলা যুক্ত করুন নিজেই

অনেক দাম দিয়ে মোবাইল কিনেছেন সবকিছু খুব সুন্দর ভাবে কাজ করছে কিন্তু শুধু বাংলা লেখা দেখলেই আপনার মোবাইল ভয় পেয়ে ??? দেখায় কিংবা বক্স বক্স দেখায় , এমন সমস্যায় পরেছেন এমন অগনিত মানুষের জন্য এ টিউন।
আসুন প্রথমে জেনে নেই বাংলা দেখায় না কেন। আমরা যে অক্ষর গুলো মোবাইল বা কম্পিউটার এ দেখি ফন্ট দিয়ে ।
প্রতিটি ভাষার জন্য যে আলাদা আলাদা ফন্ট আছে তা সবারই জানা । আর আপনার মোবাইল এ বাংলা আসছে না কারন আপনার মোবাইলে বাংলা ফন্ট নেই । এখন আপনার কাজ হল বাংলা ফন্ট যুক্ত করা ।
নিচে আমি সহজ উপায়টি দেখিয়ে দিচ্ছিঃ
মোবাইল এর মেমরি কার্ড এর ভেরতে যান ।
Resources নামে এক্তি ফোল্ডার তৈরি করুন ।আগে থেকে করা থাকলে সেই ফোল্ডার এ যান ।
এবার এই Resources ফোল্ডার এরে ভেতরে Fonts নামে নতুন একটি ফোল্ডার তৈরি করুন ।
এবার চারটি ফন্ট ডাউনলোড করে এখানে এখানে রাখুন । [ডাউনলোড লিঙ্ক নিচে ]
আপনার প্রিয় মোবাইল টি বন্ধ করে অন করুন আর যেকোনো ব্রাউজার দিয়ে বাংলা দেখুন।
Download Bangla Font 1
Download Bangla Font 2
Download Bangla Font 3
Download Bangla Font 4
Previous Post
Next Post

post written by: