
এখানে ক্লিক করুন।
নিচের মত পেইজ আসবে। তীর দিয়ে দেখানো আবেদন এ ক্লক করুন।
তার পর নিচের মত পেইজ আসবে। তথ্য গুলো সঠিক ভাবে দিয়ে ---Login এ ক্লিক করুন।


১। ধর্ম সিলেক্ট করতে হবে।
২। যদি কোন কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করতে হবে না থাকলে বিশেষ কোটা নাই সিলেক্ট করতে হবে।
৩। বিভাগ সিলেক্ট করতে হবে। খেয়াল রাখবেন বিভাগ সিলেক্ট করে কিছু সময় অপেক্ষা করুন।
৪। কিছু সময় অপেক্ষা করার পর কলেজ অপশন টি আসবে। তখন ঐ বিভাগের কলেজ লিষ্ট আসবে সেখানে আবেদন কারী কোন কলেজে ভর্তি হতে চায় তা সিলেক্ট করুন।

তার পর নিনের মত আরেকটি পেইজ আসবে। এখানে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে। আবেদন কারী পছন্দনীয় সাবজেক্ট গুলো বাম পাশের লিষ্ট থেকে ডান পাশে নিতে হবে। যদি তার প্রথম পছন্দ হয় রাষ্ট্রবিজ্ঞান তাহলে বাম পাশের টেবিলে থাকা রাষ্ট্রবিজ্ঞান সিলেক্ট করে মধ্যে থাকা এরোতে ক্লিক করলেই ডান পাশে চলে যাবে। এভাবে বাম পাশের সবগুলো সাবজেক্ট পছন্দ অনুযায়ী ডান পাশে নিতে হবে।

তার পর আবেদন কারী পছন্দনীয় বিষয়গুলো সঠিক ভাবে আসছে কি না তা দেখাবে। যদি সঠিক হয় তাহলে কনফার্ম এন্ড গ তে ক্লিক করুন।


পোস্টটি ভাল লাগলে Say T--------------------------s
কোন সমস্যা হলে কমেন্টস অথবা মেইল করে জানাতে পারেন।