ফেসবুক এর পাসওয়ার্ড হ্যাক হলেও কোন সমস্যা নেই…!!!

সাইবার ক্যাফে বা অন্নের কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেন অনেকে। তথ্য নিরাপত্তার দিক থেকে বিষয়টি অনিরাপদ। অনেক কম্পিউটারে ‘কি লগার’ সফটওয়্যার ইন্সটল করা থাকে। সফটওয়্যার টি বাবহারকারির ইউজার নেইম এবং পাসস্বরদ সয়ঙ্ক্রিয় ভাবে কম্পিউটারে সংরক্ষন করে রাখে। শুধু তাই নয়, কম্পিউটারে কিছু লেখার সঙ্গে সঙ্গে ‘কি লগার’ সেটি হ্যাকার এর ইমেইল এ পাঠিয়ে দেয়। এতে হ্যাকার বাবহারকারির অ্যাকাউন্ট এ ঢুকে তার
ইমেইল ও পাসওয়ার্ড পরিবর্তন করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ সমস্যা থেকে বাঁচতে ফেসবুক এ ‘ওয়ানটাইম পাসওয়ার্ড’ ব্যবহার করা যেতে পারে। এই পাসওয়ার্ডটি ২০ মিনিটের জন্য সক্রিয় থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে পাসওয়ার্ডটি অন্য কেউ জেনে গেলেও কোন সমস্যা হবে না।

মোবাইল অপারেটর বাংলালিংক আমাদের দেশে সুবিধাটি চালু করেছে। এ জন্য ফেসবুক এ যুক্ত থাকা নাম্বার থেকে OTP  লিখে ৩২৬৬৫ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস এ এই ওয়ানটাইম পাসওয়ার্ড পাওয়া যাবে।
Previous Post
Next Post

post written by: