আপনার কম্পিউটার কে দ্রূত ওপেন করতে চান ।

আমরা সবাই আমাদের পিসি কে চাই ভাইরাস মুক্ত রাখতে এবং কোন ছোট খাট সমস্যা  যাতেও না হয় । তার মাঝে একটি ছোট সমস্যা হল । আমাদের পিসি তারাতারি ওপেন হয় । আমরা অনেক সফ্টওয়ার ব্যবহার করে থাকি । ফলে পিসি ওন হতে সমস্যা হয় ।
কোন ব্যপার না আমরা এখন সে সব এ্যাপলিকেশন ক্লোস করব চালু হওয়ার সময় যা তেমন সবসময় কাজে আসে না


কারন এ সব সফ্ট পিসি চালু হওয়ার সময় লোড নেয় তাহলে পিসি ওন হতে দেরি করবে ।
চলুন রান কমান্ড এর দ্বারা এ সমস্যা সমাধান করি ।
প্রথমে আপনার পিসির রান কমান্ড ওন করুন  ।
Click To Start > Run
এবার Run Window আসবে।
Command লিখার Box এ লিখুন msconfig এবং Ok চাপুন,

এ Window আসবে: নিচের মত ।

এই খান থেকে Start up এ Click করুন তাহলে এমন দেখাবে:

আপনার যেই  Program গুলো দরকার নেই তার টিক চিহ্ন গুলো
উঠিয়ে দিন।
খেয়াল রাখবেন যাতে System 32 এর কোনটার  টিক চিহ্ন উঠে না যায়।
এবার Apply করে  Ok চাপুন,
কাজ শেষ।
যদি কম্পিউটার Restart চায় তবে Restart দিন
এবার দেখুন আগের থেকে অনেক দ্রূত আপনার পিসি ওন হবে ।

ধন্যবাদ
Previous Post
Next Post

post written by: