আপনার ডেক্সটপকে করে তুলুন আকর্ষনীয়

কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর মনিটর বা ডেক্সটপ । সকলেই চায় তার ডেক্সটপকে সুন্দর করে সাজাতে ।এর জন্য প্রয়োজন হয় বিভিন্ন রকম সফ্টওয়ারের। ডেক্সটপকে সুন্দর করতে হলে প্রয়োজন হয় মাউস পয়েন্টারকে আকর্ষণীয় করে তোলা ।তাই আজ আমি আপনাদেরকে দিচ্ছি মাউস পয়েন্টারকে আকর্ষণীয় করে তোলার জন্য একটি সুন্দর সফ্টওয়ার ।সফ্টওয়ারটি ব্যবহার করলে আপনার
ডেক্সটপের মাউস পয়েন্টার থেকে উড়বে বেলুন, ঝড়বে ফুল, ঝড়বে তারা, আপনার মাউস পয়েন্টারকে ঘিরে থাকবে ভালবাসা ইত্যাদি।আশ্চর্যজনক এইযে সফ্টওয়ারটির সাইজ খুবই ছোট।এটি মাত্র ৮৩৫ কেবি।সফ্টওয়ারটির নাম vivi cursor ।

সেটাপ ঃ
সেটাপ খুবিই সহজ প্রথমে এখান থেকেhttp://www.mediafire.com/?x73bblomzsfc8th সফ্টওয়ারটি ডাউনলোড করে নিন।
তারপর সফ্টওয়ারটিতে ডাবল ক্লিক করে next >accpet এ ক্লিক করে সেটাপ দিন ।ব্যাচ আপনার কাজ শেষ।
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
Previous Post
Next Post

post written by: