পিসিতে অনেকসময় কিছু ফাইল ডিলিট করা যায় না।বেশিরভাগ সময় কাঙ্খিত
ফাইলটি অন্য কোন ফাইল,সফটওয়্যারের সাথে শেয়ারিং এ থাকে বলে ডিলিট করা যায়
না।
আপনি যদি যে ফাইলের সাথে আপনার কাঙ্খিত ফাইলটি শেয়ারিং এ আছে তা আনইনস্টল না করতে পারেন তাহলে সাধারণত আপনার কাঙ্খিত ফাইলটি ডিলিট করতে
পারবেন না।কিন্তু কোন সফটটি আনইনস্টল করতে হবে সেটাই অনেকে বুঝতে পারেন না।তাদের জন্য আমার এই পোস্ট।এখন সবাই পারবেন আনডিলিটেবল ফাইল ডিলিট করতে।
মনে করেন আমি C>programfiles>Imad>kicirmicir.exe এই Location এর kicirmicir.exe আনডিলিটেবল ফাইল ডিলিট
করব।
প্রথমে নোটপেডে একটি ফাইল খুলব kicirmicir.exe নামে।(কাঙ্খিত ফাইলটি যে নামে থাকবে সেই নাম এবং Extention দিতে হবে।)
তারপর নোটপেডে যা ইচ্ছা তা লেখেন।
এবার কাঙ্খিত ফাইলটি যে লোকেশনে আছে Save as দিয়ে সেই লোকেশনে নোটপেডের ফাইলটি সেইভ করবেন।
তাহলে এরকম একটা লেখা আসবে Replace Existing File।Yes করে দিবেন।
তাহলে কাঙ্খিত ফাইলটি ডিলিট হয়ে যাবে।
বি.দ্র:কাঙ্খিত ফাইল বলতে যে ফাইলটিকে ডিলেট করতে চান সে ফাইলটিকে বুঝিয়েছি।
আপনি যদি যে ফাইলের সাথে আপনার কাঙ্খিত ফাইলটি শেয়ারিং এ আছে তা আনইনস্টল না করতে পারেন তাহলে সাধারণত আপনার কাঙ্খিত ফাইলটি ডিলিট করতে
পারবেন না।কিন্তু কোন সফটটি আনইনস্টল করতে হবে সেটাই অনেকে বুঝতে পারেন না।তাদের জন্য আমার এই পোস্ট।এখন সবাই পারবেন আনডিলিটেবল ফাইল ডিলিট করতে।
মনে করেন আমি C>programfiles>Imad>kicirmicir.exe এই Location এর kicirmicir.exe আনডিলিটেবল ফাইল ডিলিট
করব।
প্রথমে নোটপেডে একটি ফাইল খুলব kicirmicir.exe নামে।(কাঙ্খিত ফাইলটি যে নামে থাকবে সেই নাম এবং Extention দিতে হবে।)
তারপর নোটপেডে যা ইচ্ছা তা লেখেন।
এবার কাঙ্খিত ফাইলটি যে লোকেশনে আছে Save as দিয়ে সেই লোকেশনে নোটপেডের ফাইলটি সেইভ করবেন।
তাহলে এরকম একটা লেখা আসবে Replace Existing File।Yes করে দিবেন।
তাহলে কাঙ্খিত ফাইলটি ডিলিট হয়ে যাবে।
বি.দ্র:কাঙ্খিত ফাইল বলতে যে ফাইলটিকে ডিলেট করতে চান সে ফাইলটিকে বুঝিয়েছি।