
আমি আজ আপনাদের সাথে ভিজুয়াল বেসিক নিয়ে আলোচনা করবো । প্রথমেই আপনি ভিজুয়াল বেসিক ৬.০ install করুন । এরপর start থেকে
program option থেকে visual basic 6.0 অপেন করুন।
এরপর একটি Form ওপেন হবে ।আপনি বাম পাশ থেকে command button রাইট ক্লিক করে form এ রাইট বাটন চেপে ধরে একটি বাটন create করুন । না বুঝলে নিচের ছবি দেখুন।

এরপর command button এ ডাবল ক্লিক করুন এবং নিচের command লিখুন :
form1.backcolor=vbred
আপনি এখানে red এর জায়গায় অন্য color ব্যাবহার করতে পারেন ।এরপর F5 চাপুন । নিচের মত একটী উইন্ডো আসবে ।

এরপর command1 এ ক্লিক করুন । দেখুন আপনার ফরম এর ব্যাককালার লাল হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি অন্য কালার ও করতে পারেন।

ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন !!